যুদ্ধাপরাধীদের বিচার এখন সময়ের দাবি। এ দাবি দেশের গণমানুষের গণদাবীতে পরিণত হয়েছে। আইনমন্ত্রী বলেছেন, এ বিচারে কোনো আন্তর্জাতিক চাপ নেই। তিনি আরো বলেছেন, যুদ্ধাপরাধী বিচারে আন্তর্জাতিক মহল নাকি পাকিস্তানকে সমর্থন করে না। স্বাধীনতাবিরোধীদের বিচার করা দেশের জনগণের মৌলিক দাবি। সুতরাং দেশের ভেতরে কিংবা বাইরে এ বিষয়ে কারো দ্বিমত থাকা উচিত নয়।
বর্তমান আওয়ামী লীগ সরকার তাদের নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধীর বিচার করার অঙ্গীকার করায় জনগণের আকাক্সক্ষা আরো বেড়ে গেছে। এ সরকার যদি বিচার প্রক্রিয়া শুরু করে যেতে পারে, তাহলে একদিন তা অবশ্যই শেষ হবে।
যুদ্ধাপরাধীদের মতো হিংস্রগ্রাসীদের অচিরেই বিচার করা হোক, শাস্তি হোক। আর এর মাধ্যমেই জাতির কলঙ্ক মুছে যাবে। এদের অস্তিত্ব যতোদিন এই বাংলার মাটিতে থাকবে, ততোদিন দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




