
কক্সবাজার, টেকনাফ ও সেন্টমার্টিনকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে দেখতে চাই। আশা করি, একদিন এসব এলাকা বিশ্বের সেরা পর্যটন নগরীগুলোকে ছাড়িয়ে যাবে। কোটি কোটি পর্যটক এ দেশে আসবে। বাংলাদেশের ভাগ্য বদলে দেবে ওই পর্যটন এলাকা। পর্যটন এলাকার আয় দিয়েই দেশের অনেক উন্নয়ন করা সম্ভব হবে।
কক্সবাজারের পর্যটন এলাকায় দেশী বিনেয়োগের পাশাপাশি আন্তর্জাতিক মানের হোটেল, শপিং মল ও অন্যান্য ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলতে হলে বিদেশি বিনিয়োগের প্রয়োজন আছে। কক্সবাজার, টেকনাফ সেন্টমার্টিনকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে হলে বিদেশি বিনেয়োগকারীদের উত্সাহিত করতে হবে। সরকার ৫০টি দেশের ৫০টি প্রতিষ্ঠানকে সেখানে বিনিয়োগের সুযোগ দিলে তাদের টানে ৫০টি দেশের পর্যটকরা এখানে আসবে। প্রয়োজনে ওইসব প্রতিষ্ঠানের সঙ্গে প্রবাসী বাংলাদেশীরা যৌথ বিনিয়োগে করতে পারবে। এছাড়া আমাদের যে ৬৫ লাখ লোক বিদেশে বাস করে তাদেরও এ ব্যাপারে সচেতন করতে হবে, যাতে করে তারা বিদেশ থেকে বিভিন্নভাবে পর্যটকদের উত্সাহিত করতে পারেন। এছাড়া স্থানীয় বিনিয়োগকারীদের জন্যও সরকারকে বিশেষ সুযোগ সৃষ্টি করে দিতে হবে, যাতে করে এসব এলাকায় বিনিয়োগে তারা উত্সাহিত হন। কক্সবাজার, টেকনাফ, সেন্টমার্টিন এলাকায় পর্যটন শিল্পের অপার সম্ভাবনা থাকায় সরকার দীর্ঘ মেয়াদে জমি লিজ দিলে দেশি বিনিয়োগকারীরা আরও স্বল্প খরচে সেখানে অনেক স্থাপনা করতে পারবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




