শেষ কবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেয়েছিলাম মনে নেই কিংবা কোন কালে পেয়েছিলাম কিনা তাও বলতে পারবনা

যদিও বিদ্যুৎ এর যে প্রকট সমস্যা ও তার ভয়াবহতা নিয়ে পিঃএইচঃডিঃ এর গবেষনা পত্র লিখতে গুগল করার দরকার পরেনা, ঢাকায় একদিন থাকলেই চলে। সেই ছোটবেলা যখন কার কথা মনে পরে তখন থেকেই দেখছি বিদ্যুতের এ সমস্যা। আমার এই ক্ষুদ্র জীবনে অনেক নামের অনেক ধরনের সরকার ব্যবস্থা দেখার সৌভাগ্য হয়েছিল (সৌরাচারী, বিএনপি, আওয়ামীলীগ, তত্তাবধায়ক), কিন্তু কার আমলেও বিদ্যুৎ নিয়ে আমরা কখনও খুশি ছিলাম বলে মনে পরে না। এটাকে আমরা একটা চলমান প্রক্রিয়া হিসাবে ধরে নিয়েছি। ব্যপার টা এমন হয়ে গিয়েছে যে এক সরকার গিয়ে আর এক সরকার আসবে কিন্তু বিদ্যুৎ সমস্যা টি থেকেই যাবে। সমস্যা যখন আকাশ ছুবে তখন পত্রিকায় সেটা নিয়ে লিখা হবে কিছু ব্লগার হয়ত কিছু লিখবেন ইন্টারনেটএ এভাবে করে শীতকাল চলে আসবে, তারপর শীতকালের ঠান্ডার সঙে সবাই কিছুটা ঠান্ডা হবেন, এবং গ্রীষকাল এলে আবার সবাই গরম হবেন। জানিনা এ সমস্য থেকে কোন কালে আমাদের মুক্তি হবে কিনা। কেওকেও হয়ত মুক্তির আশায় দৃর কোন উন্নত দেশে পারি জমাবে। কিন্তু আমাদের মতন গুটি কয় মানুষ যাদের এই দেশেতে জীবন এই দেশে মরন তাদের কি হবে।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১০ বিকাল ৪:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




