বাইরে থেকে আসলে এই গরমে কি করা উচিত?
১।খুইলা ফালান..................চোখে চশমা থাকলে!!
২।খুইলা ফালান..................কানে হেডফোন থাকলে!!
৩।খুইলা ফালান..................শার্টের বোতাম!
৪।খুইলা ফালান.....................শার্ট!
হ্যা এবার আপনি রেডি । আয়নার সামনে দাঁড়ান! দেখেন ঘামাইতেসেন নাকি!!বেশি ঘামাইলে এক ব্যবস্থা কম ঘামাইলে আরেক ব্যবস্থা!বেশি ঘামাইলে কিছুক্ষণ তাকায় তাকায় দেখেন,ঘাম মাটিতে পড়তেসে কিনা!!ঘাম মাটিতে পড়লে এক ব্যবস্থা,মাটিতে না পড়লে আরেক ব্যবস্থা!
অনেক ফাইজলামি করলাম,এবার কাজের কথায় আসি। বাইরে থেকে আসলেই,বাথরুমে গিয়া একটু গায়ে
ঠাস ঠাস করে কয়েক মগ পানি ঢালুন। প্যান্ট ভিজলে ভিজল। কি করবেন প্যান্ট দিয়ে,যদি আনন্দই না পান!
মনে রাখবেন জিনিস যেইটা ভাল দাম তার একটু বেশি । এখন পোর্টেবল এসি কিনলে কিনবেন না কিনলে নাই। আমার কি??আমি
তো আর পোর্টেবল এসির ব্যবসা করিনা!! যত্তসব!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




