বাংলার কমরেড বন্ধু
এইবার তুলে নাও হাতিয়ার
ভূমিহীন কৃষক আর মজদুর
গণযুদ্ধের ডাক এসেছে
কমরেড,কমরেড,কমরেড.....
মালিকের গদি আজ ভেঙ্গে দাও
ভূমিহীন ভাই জমি কেড়ে নাও
আর নয় বসে থাকা নিশ্চুপ
ঘরে ঘরে বিপ্লব জেগেছে।
শান্তির নামে ধোকাবাজি আর
চলবে না মার্কিন দালালি
পশ্চিমা পুজিঁবাদ হুশিয়ার হুশিয়ার
বাংলার কোটি প্রাণ জেগেছে।
সংগ্রামী জনতার এই স্রোত
ভাসিয়ে নেবে যত জণ্ঞাল
শ্রমিকের কৃষকের বাংলার বাংলার
বঞ্চনা কাল রাত টুটেছে।
কথা: সাধন ঘোষ
সুর: শেখ লুতফর রহমান
উপরের গানটির মত বলতে হয় আমাদের এখন সময় এসেছে যুদ্ধ করার।
কাদের বিরুদ্ধে- অবশ্যই তা আমাদের সমাজের শাসক শ্রেনীর বিরুদ্ধে।
যারা শুধু ক্ষমতায় গেলে মানুষের উপর অত্যাচার করতে পারে এবং তাদের মন মত শোষণ করতে পারে। তাদের প্রভু সামাজ্র্যবাদের দালাল হিসেবে তাদের পা চাটতে পারে।
আর এসবের প্রতিবাদ করতে গেলে তাদের পোষা কুকুরের বাহিনী তো রয়েছেই।
সামনে আবার জনগণকে শোষণ করার হাতিয়ার নির্বাচন আসছে।
এখন তাই তারা জনগণকে আপন করে নিতে চায়, তাদের সুখ-দু;খের সাথী হয়ে থাকবে বলে।
কিন্তু সাধারন জনগণ যেন তাতে না ভুলে ।
কারন ক্ষমতায় গেলে কিন্তু এই রক্ষকই ভক্ষক হবে।
অতএব এবার সবাই মিলে আওয়াজ তুলুন -
ভোটের বাক্সে লাখি মার
গণযুদ্ধে ঝাপিয়ে পড় !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





