মাথার ভেতরে নানা কাজের তালিকা নিয়ে,
সবার চোখে পরে আমার কর্ম ব্যস্ততা
কিনতু আড়ালে থেকে যায়
আমার ফাকাঁ ভেতরটা,অলস এক আমি।
সবার সামনে ব্যস্ত পদচারণা,
কিনতু অগোচরে আমার পিছলে পড়া,হোচোট খাওয়া
হন্তদন্ত ছুটে চলা,
ভেতরে ভাঙা মন নিয়ে আমি।
ভর দুপুরে আড্ডা দেই,
হইচই করি,কথার বন্যা নামাই
কিন্তূ না বলা কথাগুলো গোপোনে লুকিয়ে রাখি,
হাসিটাও মুখে ঝুলিয়েই রাখি
কিন্তূ একলা রাতে একাকী কাঁদি আমি।
সারাদিন হাজার মুখের ভীড়ে মিশে থাকি
একাকীতৃ্ব কে সঙে রাখি।
নিরেট আবরণের ভেতরে
কল্পনাতুর সপ্ণবিলাশী আমি
উচ্চাশা আর শত আকাক্ষার আড়ালে
ঘরমুখী,মুখচোরা আমি।
তোমার সাথে না থেকেও
প্রতিদিন তোমাকে ঘিরে বাঁচি আমি।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




