আপনাকে বলছি! জ্বী এই লেখা পড়ছেন যিনি তাকেই বলছি!
সেই ভয়ঙ্কর পরীক্ষার কথা মনে আছে? চোখ বন্ধ করে ছাত্রজীবনে ফেরত যান। কোন পরীক্ষা? আপনার ছাত্রজীবনের সবচেয়ে দুর্বিষহ পরীক্ষার কথা মনে করুন। হতে পারে ইন্টারমিডিয়েটের সময় ইলেকটিভ ম্যাথের সেই বাজে প্রশ্নের পরীক্ষা, অথবা বিবিএর থার্ড ইয়ারে কস্ট একাউন্টিং এর সেই দুঃস্বপ্নের পরীক্ষা অথবা ইঞ্জিনিয়ারিং এর সেকেন্ড ইয়ারের মেটালজীর হাজার হাজার ধাতুর উপাদানগুলোর অনুপাত মনে না করতে পারার বীভৎস অভিজ্ঞতা। আপনার সবচেয়ে কঠিন পরীক্ষা কোনটি ছিল আপনিই বলতে পারবেন। এখন আসুন আপনাকে বলা হল সমান প্রস্তুতি নিয়ে আপনাকে সেই পরীক্ষায় আবার বসতে হবে কিন্তু পরীক্ষার নিয়মগুলো একটু বদলে দেয়া হল:
নির্দিষ্ট দুই বা তিন ঘণ্টার বদলে আপনাকে এক সপ্তাহ সময় দেয়া হল
এই সময়ের মধ্যে আপনি যেকোনো বই, রেফারেন্স, অনলাইন রিসোর্স ব্যবহার করতে পারবেন
আপনার চেনা পরিচিত সহপাঠী, শিক্ষক, অনুজ যে কারো সহায়তা নিতে পারবেন।
তবে পরীক্ষার দশটির মাঝে দশটিরই উত্তর লেখা লাগবে।
এখন বলুন সেই পরীক্ষায় আগের মতই ফেল করতে করতে পাশ করবেন না প্রশ্নগুলোর সম্মানজনক উত্তর দিয়ে পরীক্ষার হল থেকে বের হয়ে আসতে পারবেন? আমার ধারণা শতকরা ৯৫ ভাগ মানুষই মূল পরীক্ষার চেয়ে ভাল করতে পারবেন।
এখন দিব্যি চোখ খুলতে পারেন। এখন আমরা আবার বিবেচনা করি। আমাদের শিক্ষাব্যাবস্থায় যা কিছু শেখানো হয় তা বাস্তব জীবনে ব্যবহারিক প্রয়োগের জন্যই। আর তার পরীক্ষার জন্য সীমিত সময়ে অনেকগুলো সমস্যার সমাধান বা প্রশ্নের উত্তরের মাধ্যমে আমাদের যোগ্যতা পরীক্ষা করা হয়।
কিন্তু বাস্তব জীবনে সেই সমস্যাগুলই ঘুরে ফিরে বিভিন্ন আঙ্গিকে আমাদের সামনে আসবে। বিশ্বাস করুন পরীক্ষার হলে আপনার যেই মেধাবী সহপাঠিটি আধা ঘন্টা হাতে রেখেই সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে বের হয়ে গেছে তেমনই বাস্তব জীবনেও দক্ষ ও অভিজ্ঞ পেশাজীবিরা জীবনের সমস্যার সমাধান করে দ্রুত এগিয়ে যাবে, কিন্তু আমরা যারা অধিকাংশ সময়েই জটিল সমস্যার সামনে পড়ে পরীক্ষার হলের মত বিচলিত হয়ে যাই, সাহস হারিয়ে ফেলি, তালগোল পাকিয়ে ফেলি তাদের জন্য বলছি আপনি এখন ওপেন বুক এক্সাম এর মাঝে আছেন। সমগ্র মানবজাতির সকল জ্ঞানের সারমর্ম আপনার হাতের খুব কাছেই আছে, আপনার অগ্রজ, অনুজ, সহকর্মী যে কারো সহায়তা আপনি নিতে পারেন। ভয় পাবেন না, হতাশ হবেন না, সকল উপায় বিবেচনা করে সর্বোচ্চ চেষ্টা করুন, সমাধানটি হয়ত আপনার হাতের কাছেই আছে।
সমাধান করুন, এগিয়ে যান আর চেষ্টা করুন সেই সহকর্মীর মত নিজেকে গড়ে তুলতে যিনি ঝটপট সমস্যার সমাধান করে এগিয়ে যান, একদিন আপনিও হয়ত হবেন অন্যদের জন্য অনুপ্রেরণা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ১২:১২