প্রতিটি রাস্তায়
প্রতিটি জানালায়
হাসিমুখ
হাসিমুখে আনন্দধারা
তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই
হেঁটে হেঁটে বহুদুর
বহুদুর যেতে চাই।
রোদ উঠে গ্যাছে তোমাদের নগরীতে
আলো এসে থেমে গ্যাছে তোমাদের জানালায়
আনন্দ হাসিমুখ চেনা চেনা সবখানে
এরই মাঝে চল মোরা হারিয়ে যাই।
তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই
হেঁটে হেঁটে বহুদুর
বহুদুর যেতে চাই।
হারিয়ে যেতে চাই তোমাদের রাস্তায়
অনেক অজানা ভীড়ে স্বচ্ছ নিরবতায়
রোদ উঠে গ্যাছে চেনা এই নগরীতে
নাগরিক জানালা হাসিমুখে একাকার।
আনন্দ উৎসব চেনা চেনা সবখানে
এরই মাঝে আমাদের ছুটে যাওয়া দরকার।
তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই
হেঁটে হেঁটে বহুদুর
বহুদুর যেতে চাই...
*** গানটি আমার অসম্ভব প্রিয়। কিন্তু গায়ক, ব্যান্ড, অ্যালবাম টাইটেল সম্পর্কে বিস্তারিত জানি না। কারো জানা থাকলে প্লিজ শেয়ার করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




