


আনসারুল্লাহ টিমের নামে হুমকি দেয়া মোবাইল নাম্বারের মালিক ওলামা লীগের কেন্দ্রিয় নেতা ফায়যুর রহমান।অবশ্য উনি এখন অস্বীকার করছেন,উনি ববলেছেন,ওনার নাম্বার দিয়ে অন্য কেউ হুমকি দিছে।অথচ উনি গতকালও ওনার প্রকাশিতব্য বইয়ের বিজ্ঞাপন দিয়ে ফেবুতে পোষ্ট দিয়েছেন।কিন্তু গত ৩/৪ দিন ধরে ওনার নাম্বার দিয়ে বিশিষ্ট ব্যক্তিদের হুমকি দেয়া হচ্ছে,এ সম্পর্কে কিছুই লেখেননি। উনি নিজেও একজন একজন সাংবাদিক। এই নাম্বার নিয়ে এত তোলপাড়,তা উনি জানতেন না,এটা কিভাবে বলেন?যদি উনি নির্দোষ হতেন,তাহলে থানায় যেয়ে সিমটি নিয়ে আত্নসমর্পন করতেন।তাছাড়া অপেরেটরের সাহায্য ছাড়া সীম ক্লোন করা যায় না। এখন বায়োমেট্রিক ব্যর্থ করে দিয়ে ফেবু গোয়েন্দারা যখন নাম্বারের মালিককে চিহ্নিত করেছে,তখন ওনার হুশ হয়েছে।ইন্টারেষ্টিং ব্যপার হলো,ওনার বইয়ের নাম'জংগিবাদের বিশ্বায়ন'
তবে আফসোস,এখন সুশীলরআ পুরো ঘটনা চেপে যাবেন।অথচ এটা কোনো সাধারন ব্যক্তি, বিএনপি -জামাতের বা মাদ্রাসার ছেলে করলে হৈ চৈ করে তোলপাড় করে ফেলতেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


