কার্টুনিস্ট আরিফ ছিল ধর্মান্ধ মৌলবাদি গোষ্ঠির বিরুদ্ধে রুখে দাড়ানোর একটি সাহসী প্রতীক, সবার প্রেরণা। সে ছিল আমার পরম শ্রদ্ধেয়। কিন্তু আজকে একটা খবর শুনে মেজাজটা চরম বিলা হয়ে গেল। আরিফ গত ৩০ শে নভেম্বর সকাল সাতটায় নরওয়ের উদ্দেশ্যে যাত্রা করে। সেখানে সে এসাইলাম পেয়েছে। খুবই হতাশ হলাম। ধর্মান্ধ মৌলবাদি সরকারকে তো পাবলিক গত ইলেকশনেই গদাম দিল। আর সে কিনা এই ধর্মনিরপেক্ষ সরকারের আমলেই ঠিক করল এদেশে ছেড়ে যাবে। তাও আবার ওর মুত্যূ পথযাত্রী অসূস্থ্য মাকে ছেড়ে! বিদেশে যে কেউ যেতেই পারে। আমিও আছি। কিন্তু নিজের দেশ ছেড়ে, অসুস্থ্য মাকে ছেড়ে বিদেশে সে এভাবে পালালো আর যাওয়ার সময় উল্টো ডায়লগও মারবে যে, "আমি ফিরে আসবো,এই মা,মাটি আমাকে বড় করেছে,তার ঋণ শুধতে আমি ফিরবোই,আমাকে ফিরতে হবে,’দেশ দেশ’ করে যারা কি হবে বলে বিজ্ঞাপন দেয়,তাদের জন্য সত্যিকারের মা’ য়ের ভালোবাসার উদাহরণ হয়ে আমি ফিরবো।"
আমরা ভুদাইরা এরকম ডায়লগ মেরেও যাইনা আবার পেটের দায়ে বিদেশে থাকি বলে যত্তসব গালিও শুনতে হয়। আমার প্রশ্ন ঐ মৌলবাদি সরকারতো বিদায় নিসে, এখন এই সরকারের সময় তার কি ছেড়া হইসে? দেশ ছাড়ার সময়তো ওর চোখ দিয়ে পানি না পড়ারই কথা, অন্যের খরচে ইউরোপে আসতে পারতেছে যে! গালি শুনতে হয় আমাদের মত ভুদাই বাঙ্গালির যে টাকার লোভে বিদেশে পইরে আছি। আর এসব ভন্ডগুলাও একই কামেই বিদেশে যায় আর মাঝখান থেকে বলে উনারা বহুত দেশপ্রেমিক!!
এই সময়ে বিদেশে এসাইলাম চাইলে দেশের ভাবমুর্তি থাকে কোথায়? এসরকারের সময়টাকেও ঐ ব্যাটা জামাত বিএনপির সময়টার চাইতে বাজে বলে দাবি করতেসে? আমাদের মত কষ্ট করে বিদেশে আসত কিন্তু তা না করে নিজের দেশের মান ইজ্জতের পাছা মেরে বিদেশে ফ্র্রি থাকার ভিসা জুটায়ে কয় আহা কি দেশপ্রেমিক! এসব শুয়ড়দের গদাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



