কষ্টেরও লাগি যদি গড়িছ মোরে, না চাহি আমি সুখ।
তাই নিয়া থাকিব সুখী যা দিয়াছ তুমি, হাসিতে ভরিয়া রাখিব এ মুখ।
যদি সকলে করে মোরে লাঞ্ছনা, তুমি থাকিও মোর সাথে চিরতরে,
যেন হাতরিয়ে আমি, খুজিঁয়া লইতে পারি মোর পথ অন্ধকারের ঘোরে।
যদি না মুছিতে পার, তবে মুছিও না আমার চক্ষুজল।
শুধু এই প্রার্থনা করি তুমি অক্ষম রাখিও না আমার বল।
যদি না ঘোচাতে পার, তবে ঘুচিও না আমার মনের দুখ।
শুধু এই প্রার্থনা করি যেন অটুট সাহসে ভরিয়া থাকে আমার বুক।
যদি পাই লাঞ্ছনা, যদি না পাই স্নেহ, তবু যেন করিতে পারি জয়।
তুমি দিও মোরে শক্তি, আমি করি গো তোমার ভক্তি, যেন না পাই ভয়।
হে বিধাতা যদি করিতে পারি সব দুঃখ জয়, তরে সার্থক হইবে মোর জীবন।
এটাই মোর আশা, মোর সুখ, আমি আনন্দে বরণ করিব মরণ।
আর যদি তা না পারি, তবে এ প্রার্থনা করি আমায় মৃত্যু দিও,
সকল দরিদ্রের কষ্ট, দুখীনির দুঃখ ঘুচিয়ে নিও।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




