আমি ছোটবেলা থেকেই ভাবতাম, মানুষ কি জন্য বাচঁতে চায়। দুনিয়াতে বেচেঁ থাকাটাইতো সবচেয়ে বড় কঠিন কাজ। আমার মন ছিল মৃত্যু পাগল। বেচেঁ থাকার কারণ আমি কখনো পাইনি।
একাবার আমি এক মেয়ের প্রেমে পড়ে যাই। সেদিন থেকে আমার মন বাচতেঁ চায়। আমার নিজের কাছে খুব আর্শ্চয লাগল, তাহলে কি প্রেমে পড়াটাই জীবনের লক্ষ্য। যাই হোক সেই মেয়েটিও আমাকে ভালবাসে। আমার জীবনে হয়তো বা এত আনন্দ আমি কখনো পাইনি। ৭ বছর পার হয়ে গেল। আমার প্রেম মেয়েটির জন্য দিনে দিনে, মূহুর্তে মূহুর্তে বাড়তে লাগল। মেয়েটিকে জিজ্ঞাসা করিনি কখনো সে আমাকে কতটা ভালবাসে।
আর এখানেই আমার ভাগ্য আমাকে সবচেয়ে বড় কষ্ট দিল। মেয়েটি অন্য এক ছেলেকে ভালবাসে। আমি বিশ্বাস করিনি যখন আমার এক বন্ধু আমাকে এ খবরটি দিল। কিন্তু পরে সেই মেয়েটিকে জিজ্ঞাসা করাতে সে উত্তর দিল, সে আমাকে কখনো ভালবাসেই নি। কি আছে আমার না পয়সা, না বাড়ি গাড়ি। সে যে ছেলেটিকে ভালবাসে সে ছেলেটিকে ভালবাসে সেই ছেলেটি একটি কোম্পানিতে কেরানির চাকরী করে। নিজের পয়সা নিজেই খরচ করে বলে প্রচুর পয়সাই লাগে তার কাছে। সেই মেয়েটি আমার সাথে শুধু পয়সার জন্য ছলনা করেছিল।
সেই মূহুর্ত থেকে আমার মন আবারো মরার কথা ভাবতে লাগলো। পরে আমার বন্ধুরা আমাকে বুঝালো এভাবে ভেঙ্গে পড়লে চলবে না। সেই মেয়েটির চরিত্র ঠিক ছিল না। আমার আগে সে অনেক ছেলের সাথে এই রকম কাজ করেছে। কিন্তু আমি তো তাকে আমার মন থেকে ভালবেসেছি। আমার বন্ধুরা আমাকে বুঝালো আমাকে বড় অনেক বড় হতে হবে। আর মাত্র ২ বছর পর আমি পুরোপুরি ইঞ্জিনিয়ার হয়ে বেড় হব। এরপর আমি আরো উচ্চশিক্ষা নিব। আমার কাছে যাতে পয়সার অবিব না থাকে। আর খুজে বেড়াবো থাকে যে শুধু এবং শুধু আমাকেই ভালবাসবে। কারণ আমার মতে ভালবাসা কোন পুতুল খেলা না।
এখন আপনারা আমার এরূপ চিন্তা করাটা কি ভুল। আমি পড়াশুনার কারণে এই মূহুর্তেই চাকরী করতে পারছি না এটা কি আমার দোষ। তবে সে কেন আমার সাথে এরুপ করলো। তার স্মরণে আমার লেখা:-
“তোমার ছলনাকে প্রেম ভেবে,
করেছি ভুল।
তাই দিচ্ছি আমি সেই,
ভুলের মাশুল।
ছলনাময়ী তুমি,ছলনাময়ী,
ছলনা করেছ তুমি
আর সাথে।
বলবো না দুঃখী হও,
সুখেই থেকো।
আমার ভালবাসা শুধু,
একটু মনে রেখো।”
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১০ রাত ৩:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




