দেশের সাম্প্রতিক সময়ে আলোচিত বিষয় যুদ্ধপরাধীদের বিচার, গ্রেফতার ইত্যাদি।
আর তার হাওয়া ব্লগে এসে লাগবে এটাই স্বাভাবিক। প্রধান দুই পক্ষ পরষ্পরের বিপক্ষে কথা বলবে এটাও স্বাভাবিক।
যুদ্ধপরাধী হিসেবে পরিচিত ব্যক্তিদের ধর্মীয় একটি পরিচিতি আছে আমরা সবাই জানি, কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু ব্লগার ধর্ম ও রাজনীতিকে মিশিয়ে ফেলছেন। তথাকথিত যুদ্ধপরাধীদের হেন করতে গিয়ে বা গালি দিতে গিয়ে তারা ধর্মীয় বিষয় তুলে আনছেন। আমি বলতে চাইছিনা যে তারা গালি দিবে না। বলতে চাই যে, তাদের অপরাধের সাথে ধর্মের কোন সম্পর্ক নেই। হয়তবা তারা এমন মন্তব্য করে বসেন যে, অন্য কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে।
ধর্ম নিশ্চয় খারাপ নয়, খারাপ হল মানুষ। আর ধর্ম খারাপ হলে শুধু আমাদের দেশে না, সব দেশে হবে।
তাই সেই সব ব্লগার ভাইদের অনুরোধ করছি মন্তব্য বা ব্লগ লেখার সময় দয়া করে একটু সচেতন হবেন।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১০ রাত ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



