আমাদের এ পৃথিবীর বুকে এমন অনেক দেশ আছে যাদের অস্তিত্ব সম্পর্কে আমারা হয়তো জানিই না। এসকল দেশের অধিকাংশই সমুদ্র তীরবর্তী অন্চলে অবস্থিত এবং এগুলো দ্বীপ রাষ্ট্র হলেও অনেকে আবার দুটি পাশাপাশি রাষ্ট্রের মধ্যে গোলযোগ বাধিয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে। অনেক দেশকে আবার বড় বড় রাষ্ট্রগুলো স্বীকৃতিই দেয়নি। বেশিরভাগই পরাশক্তি রাষ্ট্রে উপনিবেশ হিসেবে দীর্ঘদিন ব্যবহৃত হয়ে এসেছে। এসব দেশের যেমন আছে নিজস্ব ভুখন্ড, তেমনি আছে নিজস্ব ভাষা, ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনীতি ও সমাজ ব্যবস্থা। আসুন আজ আমরা এমন কয়েকটি দেশ সম্পর্কে জানি যারা বিশ্ব মানচিত্রের চোখে ধুলো দিয়ে পৃথিবীর বুকে স্বদর্পে টিকে রয়েছে।
১।Isle of man:
আয়ারল্যান্ড ও ব্রিটেনের মাঝামাঝি একটি দ্বীপ রাষ্ট্র। দেশটি পরিচালিত হয় ব্রিটিশ ক্রাউন ডিপেনডেন্সি দ্বারা। এটি European Union এর অন্তর্ভুক্ত নয়। দেশটির অর্থনৈতিক ভিত্তি হচ্ছে এর সমূদ্রতীরবর্তী পর্যটন ব্যবস্থা। খ্রীষ্টপূর্ব ৬৫০০ সাল থেকে এখানে বসতি স্থাপিত হয়ে এসেছে।
আইজল অব ম্যানের অবস্থান
রাজধানী: Douglas
জনসংখ্যা: ৮৪৬৫৫
আয়তন: ৫৭২ বর্গ কি.মি.।
রাজধানী ডগলাস
আইসল অব ম্যানের পতাকা
২।Tokelau:
নিউজিল্যান্ডের প্বার্শবর্তী একটি দ্বীপদেশ। ৩টি দ্বীপ নিয়ে এটি গঠিত।পলিনেশিয় শব্দ 'টকেলাউ' এর অর্থ 'উত্তরী হাওয়া'। দেশটি ৯৬% খ্রীষ্টান অধ্যুষিত। অতি ক্ষুদ্র অর্থনৈতিক ভিত্তি নির্ভর দেশ।
টকেলাউ এর অবস্থান
রাজধানী: Nukununo
জনসংখ্যা: ১৪১১(২০১১)
আয়তন: ১০ বর্গ কি.মি.।
রাজধানী: নুকুনুনো
টকেলাউ এর পতাক
৩।Cook island:
এ দেশটির নিজস্ব পার্লামেন্টারী গনতন্ত্র আছে। সমূদ্রতীরবর্তী ব্যাংকিং, মেরিন, মুক্তা বানিজ্য, ফল রফতানি প্রভৃতি এদেশটির মূল অর্থনৈতিক ভিত্তি। প্রতি বছর প্রায় ৯০০০০ পর্যটক এ দ্বীপ দেশটিতে বেড়াতে আসে। দেশটির নামকরন করা হয়েছে ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন কুক এর নামে, যিনি ১৭৭৩ সালে দ্বীপটিতে পা রাখেন।
কুক আইল্যান্ডের অবস্থান
রাজধানী: Avarua
জনসংখ্যা: ১৯৫৬৯(২০০৬)
আয়তন: ২৪০ বর্গ কি.মি.।
আভারুয়া শহর
কুক আইল্যান্ডের পতাকা
৪।Pitcairn island:
এ দ্বীপ রাষ্ট্রটি কতিপয় আগ্নেয় দ্বীপের সমুষ্টি। সাবেক ব্রিটিশ কলোনী ছিলো। ভাষা হচ্ছে ইংরেজী ও তাহিতিয়ানের এর মিশ্রন। এখানে একটি ক্যাফে বার আছে। সরকারি ভাবে নাচ, সিগারেটও আ্যালকোহল নিষিদ্ধ।
পিটকেয়ার্নসের অবস্থান
রাজধানী: Adamstown
জনসংখ্যা: ৫০ এর কিছু বেশি
আয়টণ: ৪৫ বর্গ কি.মি.।
অ্যাডামস টাউন শহর
পিটকেয়ারনসের পতাকা
৫।Nagorno-Karabakh:
আরমেনিয়া ও আজারবাইজানের মধ্যবর্তী একটি দেশ। সাবেক সোভিয়েত ইউনিয়ন অধিভুক্ত অন্চল ছিলো। দেশটি অন্যান্য প্রদেশ কতৃক স্বীকৃত নয়, এমনকি আরমেনিয়া দ্বারাও নয়। ৯৫% লোক আর্মেনিয়ান, বাকীরা গ্রীক, কুর্দ। ভ্রমনকারী বেশিরভাগ পর্যটকই পশ্চিমা। পর্যটন শিল্পও আর্মেনিয়ানদের দ্বারা পরিচালিত।
নাগোরনো কারাবাখের অবস্থান
রাজধানী: Stepanakert
জনসংখ্যা: ১৪৩৬০০(২০১২)
আয়তন: ১১৪৫৮.৩৮ বর্গ কি.মি.।
স্টেপানাকার্ট শহর
নাগরনো কারাবাখের পতাকা
আজ এ পর্যন্তই। সামনের পর্বে আরো কিছু অজানা দেশের কথা জানাবো।
তথ্যসূত্র ও ছবি: ইন্টারনেট ও উইকিপিডিয়া।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




