জয় দয়াময়
আমার নাম ব্রজলাল এবং পারিবারিক পদবি সিংহ তবে অনেকে এর উচ্চারণ সিন্ হা করে থাকে। এতে বাংলা ও ইংরেজি এর কিছুটা উচ্চারণগত পার্থক্য দেখা দেয় বৈকি।
আমি বাবা ও মায়ের একমাত্র পুত্র সন্তান। এছাড়া আমার তিন বোনের মধ্যে দু'জন বড় যারা বিবাহিত। ছোট বোন বি.এ (অনার্স, ইংরেজি) অধ্যয়নরত। আমার বাবা গত হয়েছেন ১৯৯৪ সালের ডিসেম্বর মাসের ১৮ তারিখ। বাবা শিক্ষকতা করতেন এবং অএ অঞ্চলে যথেষ্ট পরিচিতি (ভাল ও খারাপ উভয় মিলে) আছে। মা ও শিক্ষকতা করেন। মা তাঁর কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও কর্মের জন্য নিজস্ব একটি সত্তা বা পরিচিতি তৈরি করতে সক্ষম হয়েছেন যা অন্যের কাছে উদাহরন।
আমি বর্তমানে পিএইচডি করার লক্ষ্যে দক্ষিণ কোরিয়া। আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিজ্ঞানে বিএসসি ও এমএসসি সম্পন্ন করি। পরবর্তীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিজ্ঞানে এমফিল সম্পন্ন করি।
ইতো:মধ্যে আমি ২০০৬ সালের অক্টোবর মাসের ১৫ তারিখ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে বৈজ্ঞানিক কর্মকর্তা পদে যোগদান করি। আমার কর্মস্থল পরমাণু চিকিৎসা ও আল্ট্রাসাউন্ড কেন্দ্র, বরিশাল।
এরপূর্বে ঢাকায় আধুনিকা সোসাইটি নামক একটি এনজিও তে কম্পিউটার প্রশিক্ষক পদে প্রায় এক বছর কাজ করেছি এবং ২০০৫ সালে সিলেটে খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশানাল স্কুল এন্ড কলেজে পদার্থ বিজ্ঞানের শিক্ষক পদে এক মাসের কিছু বেশি সময় শিক্ষকতা করেছি।
আমার এতটুকু অর্জনের পেছনে আছেন একজন শিক্ষক যাঁর নাম হরে কৃষ্ণ দেবনাথ। সাফল্য যা সবটুকুই আসলে আমার মায়ের, আমি নিমিত্ত মাত্র। কারণ একমাত্র দয়াময় জানেন, আমি কি?
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




