ভোটের রাজনীতি নিজের চ্যাদারা আর কতবার দেখাইবো ! মাইনসে তো চিনতে চিনতে বুইড়া হইয়া গেলগা ! আউমি লীগ যতদিন দরকার ছিল ব্যবহার কইরা পুরানা কনডমের মতো ফিক্কা ফালাইয়া দিলো বামেগো । আগেও দিছে । 1973 সালে ক্রেমলিন কাকাগো নির্দেশে জোট করছিল আউমিলীগের লগে । বাকশালেও যোগ দিছিল । দিয়া কি হইলো ? হোগামারা খাইলো । কমরেড ফরহাদ জিয়াউর রহমানের 19 দফায় কিছু কিছু প্রগতিশীলতা দেখতে পাইলো । তারপরে বলদের মতো আফগান স্টাইলে বিপ্লবের কথা কইয়া জেলে যাওনের নাটক চুদাইলো । আরেকদিকে হাতিয়ার গ্রুপ একবার এদিক একবার ওদিক কইরা পরিকল্পিতভাবে নিজেগো খাসী করলো । আন্তজর্াতিক মাফিয়া জব্বার খানের ফ্যামিলি অবিভক্ত পার্টির বাকি অংশরে কমপ্লিট হোগা মাইরা দিলো । পুরা 80'র দশক ধইরা একটু একটু কইরা নিজেগো সংগঠনরে গলা টিপপা মারলো হোগার পুতেরা । চোর-ছ্যাচ্চরে খাইলো ট্রেড ইউনিয়ন গুলারে আর ক্ষেতমজুর সমিতি গিয়া যোগ দিল আউমিলীগে । এরপর আর বাকি থাকে কি ? ছাত্র ইউনিয়ন আর বাকি সব পেরগতিশীলরাতো আউমিলীগের বি-টিম ।
2001 সালে একটা ধুয়া উঠছিল ওয়াকর্াস পার্টি আর সিপিবি জোড়া লাগতাছে । হইলো না । হইবোওনা । কারণ এই পাট্টিগুলা দখল কইরা আছে আউমিলীগ বি.এন.পির মুরুবি্বরা। সিপিবি কি মনে কইরা জোটে যায় নাই হেরাই জানে । ওয়াকর্াস পার্টি গেল । ক্যান গেল হেইডাও হেরাই জানে । গিয়া কোন হ্যাডার লাভ হইলো হেইডাও হেরাই জানে ।
আউমিলীগ লইয়া যদি এখনও কারো মারফতি ধারণা থাইকা থাকে তাইলে তারে আরও গাঞ্জা খাইতে কওয়া ছাড়া আর কিছু কওয়ার নাই ।আউমিলীগ কারা? মুসলীম লীগের একটা ফ্র্যাকশান । লগে কিছু কংগ্রেস আর দলছুট বাম । মুক্তিযুদ্ধের পরে আস্তে আস্তে যোগ দিছে আরও বহুত কিছিমের পাবলিকে । কিন্তু ওই মুসলীম লীগ ফ্র্যাকশানের চরিত্র আউমিলীগ জীবনেও পার করতে পারে নাই ।
এইবারে পুরা সময় বামেগো লগে জোট কইরা শেষে আইসা এরশাদ আর মালানা গো লগে ঠিকই গেল । ভোট দিয়া হইবো আমার সোনার মাথা !
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০০৬ দুপুর ১:৪০