সন্ধ্যায় দিগন্ত দেখে মৃত্যুভয় জেগেছিল সেদিন আমার
নির্ভার বাতাস থেকে নিশ্চিন্তের সংগীতও যেন হৃত
মনে হয় যেন অভিশপ্ত সময়ে কোনও পেয়েছি যৌবন।
ধারালো ফলার মত ভালবাসা দুই দিকে কেটে যায়
হতাশা নেই তবু বাতাসেরা ভারি হয়ে ঝুলে থাকে পাশে
গল্পেরা যেন সব পরিচিত, হাসির সংজ্ঞায় ঝুল কালি মাখা।
ভৃত্যের মত নির্বিবাদে ঝরে যায় পৃথিবীর জঞ্জালেরা
রাত এলে হারানো স্বপ্নের মেলা জমে শুকনো নদী-তীরে
বিভৎস উল্লাসে তারা ধমনী দেখায়, রক্ত নেই-রক্তহীন সাদা!