প্রশ্ন করতে ভালো লাগে?
এখানে 'জীবন থেকে নেয়া' কিছু ঘাঘু প্রশ্ন দেয়া হলো-
১. বিয়ের আগে কয়টা মেয়ের সাথে সম্পর্ক ছিলো তোমার?
২. সারাদিন কী করো/করিস?
৩. আপনি কী সিগারেট খান? জানেন সিগারেট খাওয়া কত খারাপ?
৪. আপনি ঈশ্বর বিশ্বাস করেন না?!
৫. আমার কথা শুনে কী বুঝলে?
৬. কই থাইকা আসছো? (এটাও একটা প্রশ্ন)
৭. আপনার সেল ফোন আছে?
৮. আপনার ষার্টের (এই উচ্চারণ আমি শুনেছি) দাম কত?
৯. এখন কোথায় আছেন, বেতন কেমন দেয়?
১০. এখন কী ভাবছো?
প্রশ্নগুলো জ্বালাতন করেনি এমন মানুষ খুব কমই থাকবে। সকাল বেলাটা নষ্ট করার উদ্দেশ্যে এ পোস্ট নয়। সকল প্রশ্ন সততা এবং সাহসের সাথে মোকাবেলা করুন। শুভ সকাল!
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১২ সকাল ৯:২১