নাইটকুইন*
রাতশ্রীর দিন নেই-- তাই দিনবোধ নেই। নৈঋতে
দিগন্তঘোড়ার হ্রেষা, হকার-ফেরিওয়ালা-
ডানাভাঙা দেবদূত আর
শবের মিছিল দেখেনি কখনো, হাঁসের শীতদুপুর-
জলের ভেতর রথ--
ধীর সন্ধ্যেয় তারাবাতি জ্বলে, হিম বুকে
চারপেয়ে গাড়ি এক বাঁশিভাঙা সুর তোলে বেশ,
কাঁদতে থাকে পথ।
রাতশ্রী জেনেছে শুধু মোমের আলো
প্রিয় ঘোর-- নগ্ন স্বপ্নরেশ।
প্রত্যাবর্তন*
দেখতে এসেছি, কোথাও কি আছি?
ডানায় সুগন্ধ এখনো- তাকে বলে যাবো, চিবুকের তিলকে
নাহয় (ওপাশে কিভাবে আছো হে? একা?)
যার আঙুল ছুঁয়ে জোছনা পুড়েছে, নাম মনে নেই-
কোনো কবিতায় লেখা আছে। নীল আঁচলও কার
মুঠোর ভাঁজে রয়ে গেলো ভুলে! সে দায় ঈশ্বরের।
অথবা মৌমাছির।
ফুল*
একদিন
পদ্মপুকুরে
আমায় দেখে
চমকাবে তুমি নির্ঘাত!
অন্ধচোখ, প্রজাপতির ভাষা শেখার অজুহাত
শুধু, ফুটে আছি- আরক্তিম নতমুখে।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৯