LiFe H@cks!!!! part -1
আজকে আরও কিছু লাইফ হ্যাক নিয়ে কথা বলব। আগেই বলেছি লাইফ হ্যাক হল দৈনন্দিন জিনিসপত্র ব্যবহার করে নিজের জীবন আরো সহজ করে তোলা। কিংবা একটি জিনিসের বিবিধ ব্যবহার।
১. যেকোন ব্যাটারী ব্যবহার করাঃ কোন যন্ত্রের ব্যাটারীর চার্জ শেষ, কিন্তু এই মুহূর্তে আপনার কাছে সঠিক সাইজের ব্যাটারী নেই? কোন চিন্তা নেই, যেকোন ব্যাটারীর (+) সাইডে চিপ্সের প্যাকেটের উলটা পিঠ / অ্যালুমিনিয়াম ফয়েল ভাজ করে রেখে ব্যাটারী লাগিয়ে নিন। কাজ হয়ে যাবে।
২. জ্যাম/জেলীর বোতলের মুখ খোলাঃ মাঝে মাঝে জ্যাম জেলীর বোতলের মুখ বায়ু চাপে আটকে যায়, তখন অনেক কষ্টে খুলতে হয়। তাই কিছু দিয়ে বোতলের মুখে এক্টূ ছিদ্র করে নিন। কাজ হয়ে যাবে।
৩. পানির পাইপ বানানোঃ মাঝে মাঝে বড় পাত্রে পানি ঢালার প্রয়োজন হয়, কিন্তু পাত্র ঠিক মত আঁটে না। তখন একটা ডাস্টপ্যান পাইপের নিচে রেখে পানি পাত্রে ঢেলে ফেলুন
৪. এয়ার ফ্রেশনারঃ ড্রয়িং রুমে গেস্ট আসবে, কিন্তু রুমে ভ্যাপসা গন্ধ এবং এই মূহুর্তে এয়ার ফ্রেশ্নার নেই? দরকার নেই, খালি আপনার সেন্ট / আতর রুমের টেবিল লাইট/টিউব লাইট এর উপর একটু ঢেলে দেন। কাজ হয়ে যাবে।
৫. এক টুকরা কাচও থাকবে নাঃ
৬. ঘুরতে যাই, কিন্তু ব্যাগে জায়গা নাইঃ অনেক দিনের জন্য বাইরে যাবেন। দরকার পর্যাপ্ত জামা কাপড় (মেয়েরা হলে তো কথাই নেই
৭. কলমের কালি আটকে গেলেঃ এইটা পুরান ট্রিক্স। শীতকালে বেশি কাজের
৮. স্কচটেপ এর চিহ্নঃ স্কচটেপ উঠিয়ে ফেলে আঠালো একটা দাগ থাকে যা খুবই বিরক্তিকর। তাই টেপ উঠানোর আগে হেয়ার ড্রাইয়ার দিয়ে একটু গরম করে নিন। এরপর উঠান। কোন দাগ থাকবে না।
আজ এই পর্যন্তই। আগামীতে আরো চমকপ্রদ লাইফ হ্যাক নিয়ে আসব। এগুলা ট্রাই করে থাকুন। ততক্ষণে আমি আরো রেডি করি।
সুত্রঃ
CrazyRussianHack
Householdhhacker

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




