ওয়েস্ট ইন্ডিজ আমার প্রিয় দল। কিন্তু প্রিয় দলের খেলা দেখার পেছনে মনে হয় শনির দশা লেগেই আছে। কাল সারা দিন অপেক্ষা করলাম যে খেলা দেখার জন্য, সে খেলাই কোন চ্যানেলে দেখালো না। কি আর করা! এক চোখ টিভিতে সাউথ আফ্রিকা- শ্রীলঙ্কা ম্যাচে আর অন্য চোখে কম্পিউটারে ক্রিকইনফো সাইটে ওয়েস্ট-ইন্ডিজের ম্যাচের স্কোরের উপর দিয়ে রাখলাম। কাল শ্রীলঙ্কার সাপোর্টার ছিলাম। রাসেল আরনল্ড আর ডিলসান যেভাবে ইনিংস রিপেয়ার করল, তা এক কথায় ব্রিলিয়ান্ট। ওদের সে খেলা থেকে অনেক কিছুই শেখার আছে। মালিঙ্গার চার বলে চার উইকেট এক কথায় অসাধারণ। তবে কাল একটা বিষয় দেখে খুব মজা লাগল। সাউথ আফ্রিকা কাল আবারো প্রমাণ করল চাপের মুখে তারা কখোনই ভালো দল নয়।
আজ আবারো অপেক্ষায় আছি ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখার জন্য। মনে প্রাণে চাইছি, তারা জিতুক। এ খেলায় না জিতলে সেমি ফাইনালে উঠা হয়তো তাদের নাও হতে পারে। তাতে এবারের ওয়ার্ল্ড কাপের চার্মটাই যাবে নষ্ট হয়ে। সাধারণত ওয়ার্ল্ড কাপের চার্ম ধরে রাখে ইন্ডিয়া। তারা তো নেই-ই, পাকিস্তান-ও নেই।
আমার বাসায় রাত যতই বাড়তে থাকে, দর্শক সংখ্যা ততই কমতে থাকে। প্রথমে বাচ্চারা ঘুমাতে যায়, তারপর যায় আমার বৌ। রাত বারটার পর সে কিছুতেই খেলা দেখবে না। সম্ভবত আমার খেলা থাকলেও না! ঘুম তার আমার চেয়েও প্রিয়!
আজও আমি একা একাই পুরো খেলা দেখবো। কিন্তু চিন্তার বিষয় হলো কাল খুব ভোরে বৌয়ের সঙ্গে সিলেট যাবো। আপতত এ দুটো বিষয় সময়মতো ম্যানেজ করাই একটা চ্যালেঞ্জ গেম!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




