শ্রীলঙ্কা জয়ের ধারায় ফিরে এসেছে। বিষয়টা একজন উপমহাদেশীয় হিসেবে গর্বের। তবে আমার প্রিয় দল বলে বলছি না, স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ-এর টিকে না থাকাটা অবশ্যই বিশ্বকাপের জৌলুস হারানোয় ভূমিকা রাখবে।
আজ আবারো বাংলাদেশের খেলা, সেই পুরনো উত্তেজনা নিয়ে অপেক্ষা। এ বিশ্বকাপের প্র্যাকটিস ম্যাচে আমরা নিউজিল্যান্ডকে হারিয়েছিলাম, সেই আত্মবিশ্বাস কাজে লাগাতে পারলে বাংলাদেশ জিতলেও জিততে পারে। আবার এর উল্টোটাও যে হবে না তা বলা মুশকিল। কারণ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মতো দলগুলোর কম্পিউটার এনালাইসিস থাকে প্রতিপক্ষের দলগুলোর স্ট্রং ও উইক পয়েন্ট গুলোর বিষয়ে। এরা অনেক বেশি ক্যালকুলেটিভ। এদের প্ল্যানিং-ও থাকে খুব গোছানো। শেষ ম্যাচটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কোন প্ল্যানিং আমার চোখে পরেনি। আশা করি আজ বাংলাদেশের প্ল্যানিং থাকবে।
আমরা শুধু সুপার এইটে উঠাটাকেই লক্ষ্য নির্ধারণ করেছি। কিন্তু আসলে লক্ষ্য হওয়া উচিত অন্তত দুটো জয় এ রাউন্ডে লাভ করা। তা না হলে, এ জয় আসলে কোন অর্জন-ই হবে না।
আজ মন চাইছে বাংলাদেশ জিতুক। কিন্তু বিবেক বলছে হারবে! আর যদি হারে তবু আমি পুরো খেলা দেখবো। কারণ বাংলাদেশ যখন-ই খারাপ খেলে, তখনি আমার শুধু ঘুম পায়!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




