আমি কি ভবিষ্যত বলতে পারি? কাল রাত থেকে এ প্রশ্ন আমার মাথায় অনবরত ঘুরপাক খাচ্ছে। আর খাবেই না কেন, আমি তো সতি সত্যি ভবিষ্যত বাণী করেছি। আর তা সত্যিও হয়েছে। হোক না তা ৫০ ওভার খেলা শেষের পর! হি!হি!হি!
কাল খেলা দেখা শুরুই করেছি একেবারে গেটআপ নিয়ে। বিটিভিতে যেতে হবে। কখন আবার খেলা শেষ হয়ে যায়। এ টেনশন নিয়েই মুগ্ধ হয়ে খেলা দেখলাম। বিশেষত শেষ দশ ওভারতো একেবারেই দুর্দান্ত। আশরাফ, আফতাব আর মাশরাফি অসাধারণ কিছু শট দেখালো । ফলে ৫০ ওভার শেষের পর মুখ ফুটে বলেই ফেললাম- আজ বাংলাদেশ জিতবে!
এরপর আবার বাসায় ফিরে খেলা দেখা শুরু করলাম। খেলা দেখছি, মোবাইল একটু পর পর কেঁদে উঠছে। দেশ- বিদেশ থেকে এসএমএস-ই পেলাম ২২টা- আমরা কি জিতব?
অনেক দিন পর কোন বড় দলের বিরুদ্ধে বাংলাদেশের জয় ফ্যামিলির সঙ্গে এনজয় করলাম। আজ সকালেই ওয়েস্ট ইন্ডিজ থেকে আশরাফুলের ফোন,
-বস, খেলা দেখছেন?
-আবার জিগাস!
ওর সঙ্গে ভালোমতো কথাই বলতে পারলাম না হতচ্ছাড়া নেটওয়ার্কের কারণে। কিন্তু ওই এক দু্থ মিনিটের কথাতেই যে আনন্দ ঝর্ণার আওয়াজ পেলাম, তাতে আমি আরো অবাক। এতো বড় একটা ম্যাচ এতো লম্বা সময় ধরে খেলার পরও কোন ক্লান্তি নেই। একেই কি বলে জয়ের আনন্দ? ভাবতেই আমার চোখের কোণ ভিজে গেল...
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




