বিবাহিত মানে অর্ধ মৃত - কথা যদি ঠিক হয়
তাহলে এটা সবার জন্য - জেন্ডার ভেদে নয় !
বিয়ে করে তুমি নিজের ঘাড়ে - যতই বোঝা টানো ,
ভাব্বেনা গো কেউ তোমারে - যতকিছু কিনে আনো ।
গৃহিণী তোমার গাল ফুলাবে - বাহানা হাজার ধরে ,
তাও যদি দাও পরের বার ই - বাড়বে বায়না জোরে !
এরপরে আছে শশুর শাশুড়ি - শালী আর শালা কেউ ,
একজন ই তুমি কাকে কি দিবে - বলবে তোমার বউ !
মেয়েদের আছে ননদ দেবর - এখানেও ছাড় নাই ,
ক্যান দিবে না দিতেই হবে - স্বামী যে তাদের ভাই ।
ঘড়ে কাজ কর বাইরেও কর - তাতেই তাদের কি ?
বিয়ে করে তুমি এ ঘড়ে এলেও- তুমি যে পরের ঝি ।
যা খুশী করো যেভাবেই মর - কারো কোন দাঁয় নাই
বিয়ের পরে সইতে হবেই - এসব জ্বালারে ভাই ।
অফিস থেকে ফিরেছ খেটে - তাতেই বা কার কি !
বাজারে যাও এখনই আবার - বাজার টা জরুরী
ঘড়ের দিকে চোখ মোটে নেই - অফিস ছুতা করো ?
অনেক করেছ এই সব ঢং - বাজারের ব্যাগ ধরো ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




