১।এই ছবিটা মংলা পোর্ট থেকে তোলা। পাখিটার নাম শংখচিল। চিনে রাখেন।
২।আমরা অনেকগুলা ঘুড়ি নিয়ে গেসিলাম ইয়া বড় বড়। জাহাজের উপর থেকে উড়ানোর সময়কার ছবি।
৩।করমজলের কাঠের ব্রিজ।
৪।হিরন পয়েন্টের হরিন,ভাগ্যক্রমে এত কাছ থেকে শট নিতে পারসি।
৫।সিডরে বিদ্ধস্ত গাছ,কটকা থেকে তোলা।
৬।বান্দরটা কি পোস দিসে দেখেন,আমি নিজেই লজ্জা পাইসি।হিরন পয়েন্ট থেকে তোলা।
৭।বেটা গার্ড ধুকতে দেয় না,পরে গাছ বেয়ে,দেয়াল টপকায়া কাছে গিয়ে তুলসি ।করমজলের কুমিরের ফারম।
৮।খেজুরের রস খাইতে মুঞ্চায়...
৯।আরেকটা ঘুড়ি।
এইটা বোনাস,কাম্পিং্যের সময় তোলা। সাবানের বাবল।
আমি পুরাই এমেচার ফটগ্রাফার।সিনিয়র ভাইরা মতামত দিলে ভাল লাগত।
সব শেষে একটা আবেদন,্যারা এখনো সুন্দরবন কে ভোট দেননি,তারা তাড়াতাড়ি দিয়ে দেন।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




