কিছু অনুভূতিঃ
দেখতে দেখতে একটা বছর কেটে গেলো। গত বছর ঠিক এই সময়টাতেই সামুতে প্রথম রেজিস্ট্রেশন করি।প্রথম প্রথম খুব ভয় লাগতো,এত সব সৃষ্টিশীল ব্লগারদের মাঝে আমার যায়গা কোথায় ? নিজের কাঙ্খিত যায়গাটা খুজে পেতে লেগে গেলো বেশ কটা দিন।মাত্র চার মাস ধরে নিয়মিত লেখার চেষ্টা করছি। এই কটা মাসে অসঙ্খ্য ব্লগারের ভাললাগা, ভালোবাসা পেয়েছি।নিজেকে মেলে ধরার জন্য,সাম্প্রতিক সময়ে আপডেট থাকার জন্য এবং বৈচিত্রময় পৃথীবির স্বরুপ বোঝার জন্য সামুর চেয়ে বড় প্লাটফর্ম আর চোখে পড়েনি।
আমি জানি আমি ভালো লিখতে পারিনা। তারপরেও যেই সকল ব্লগারগন আমাকে নিয়মিত উৎসাহ যুগিয়েছেন,তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা।
অনেক অনেক ধন্যবাদ সামু, অনেক ধন্যবাদ ব্লগারগন।
এবার কিছু দরকারি কথাঃ
বর্তমানে প্রিয় সামুর অবস্থা মূমুর্ষ প্রায়। কিন্ত কেন এই অবস্থা ? বাংলা ব্লগস্ফিয়ারের সবচেয়ে বড় প্লাটফর্ম এর এই বেহাল দশা কেন হবে? যারা কিছুটা পুরান, তারা জানেন, এক দেড় বছর আগেও সামুর এই অবস্থা ছিলনা।
এখন রাজাকারের বিরুদ্ধে বললে ভারতের পা-চাটা কুকুর, ভারতের বিরুদ্ধে বললে রাজাকার, ইসলামের একটা ত্রুটি বের করার সামান্য প্রচেষ্টা করলেও নাস্তিক, ইসলামের একটি ভালো দিক তুলে ধরা পোস্ট করলেও মৌলবাদী, বিএনপির বিরুদ্ধে বললে আওয়ামীপন্থি, আওয়ামী লিগ নিয়া কথা বললে বিএনপি'র পোষা কুকুর, জামাতের পক্ষে বললে রাজাকার, বিপক্ষে বললে নিজেই রাজাকারদের টার্গেট, আমরা আম ব্লগার রা কই যাবো? নিজেদের নীতি বিসর্জন দিয়ে আমারা মেতে আছি অহেতুক হাতাহাতিতে। রি-পোস্ট, অনলাইন আয়,হিট সিকার,লু্লামি, লেখা চুরি,ফ্লাডিং, এর চাপে পড়ে ভালো লেখা খুজে পাওয়াই দায়।
আমরা কি সামুর মডারেশনের কাছে পূর্ন সচ্ছতা আশা করতে পারিনা ?
আপনারা সবাই ভাল ভাল উপদেশ দিয়ে সামুকে আরো উপরে উঠিয়ে নেয়ার জন্য কিছু প্রস্তাবনা রাখুন।আসুন সবাই মিলে চেস্টা করি অথরিটির কাছে এ ব্যাপারগুলা তুলে ধরার।
একটা দেশ মানে যেমন সেই দেশের মানুষ, তেমনি একটা ব্লগ মানেও সেই ব্লগের ব্লগার। তাই আসুন আমরা ব্লগার রা মিলেই এবার ব্লগ দিবসে বাংলা ব্লগ তথা সামুকে মেইন্সট্রিম মিডিয়ার বদলে বিকল্প মিডিয়া হিসেবে গড়ে তোলার অঙ্গিকার করি।
পুরাতন ব্লগারদের প্রতিঃ
অনুপ্রেরনা ও উৎসাহ দিয়ে ভাল লেখক পাওয়া যাবে কিনা জানিনা, তবে ব্লগারের ভিতরকার ক্রিয়েটিভিটি বের করে আনা যাবে বলে মনে করি। আমার কথা দিয়ে উদাহরন দেই, যখন দেখলাম আমার লেখায় অন্যরা ভালো লাগা জানাচ্ছে, প্রিয়তে নিচ্ছে, সাথে সাথে আমার মধ্যে একটা দায়বদ্ধতা জন্মায়।পরের পোস্ট দেয়ার সময় আমি দ্বিগুন চিন্তা করি, পোস্টের মান ধরে রাখতে পারবো তো ? যদি আগেরবার আমি উৎসাহ না পেতাম তাহলে এ দায়িত্ববোধ আসতোনা।
জুনিয়র লেখকদের উপর সিনিয়ার লেখকদের প্রভাব অনেক। ব্লগার মাত্রই ক্রিয়েটিভ। তবে তার ক্রিয়েটিভিটি সে কাকে দিয়ে জাস্টিফাই করবে? যখন একজন প্রবীন ব্লগার একজন নবীন ব্লগার কে কমেন্টস করে, উৎসাহ দেয়, তখন নতুনরা নিজেদের জাস্টিফাইড মনে করে। একটা কনফিডেন্ট পায়। এই কনফিডেন্ট ই পরবর্তিতে অনেক ভালো পোস্টের জন্ম দেয়।
একজন ভাল ব্লগারকে ভালো ভালো ব্লগার হিসেবে চিনিয়ে দেবার দায় আমাদের সকলের ই।
-----------------------------------------------------------------
এবার আসি মেগাপোস্টেঃ
সবাই বর্ষপুর্তি তে অসাধারন সব পোস্ট দেয়। অনেকে তাদের প্রিয় লেখকদের প্রিয় লেখাগুলা সংকলন আকারে দেয়। আমি ভাব্লাম, এই সব সংকলনগুলাকে যদি একসাথ করা যায়, তাহলে অসংখ্য ভালো পোস্ট পাওয়া যাবে একসাথে। এই পোস্ট টাকে আপ্নারা সংকলনের সংকলন বলতে পারেন।
আপনাদের জানা থাকলে আরো লিঙ্ক দিন, আমি আপডেট করে দিবো।
বড় বিলাই আপুকে দিয়ে শুরু করি।কারন এই পোস্টাই আমার সামুতে পড়া প্রথম পোস্ট-Showcased Posts
ফিফার লেখা না থাকলে পোস্ট একেবারেই জমে না।
ফিরে দেখা ২০১০ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত...
ফিফার আরেকটা লেখা-২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি?
এ লেখাটা অকালপ্রয়াত সহব্লগার নোবেলবিজয়ী টিপুর প্রিয় পোস্টের তালিকায় সবার উপরে শোভা পাচ্ছে। যতবার দেখি, মনটা অসম্ভব খারাপ হয়ে যায়।আমার লেখা-ক্ষেতা পুড়ি এই আমলের সামুর । বরং সামুর কিছু ভালো লাগা ব্লগারের কথা জেনে নেই চলুন।
মুক্তিযুদ্ধের চেতনা থাকলে অবশ্যই এই লেখাগুলা পড়বেন।ধন্যবাদ হ্যারি সেলডন কে এমন একটি উদ্যোগ নেয়ার জন্য।সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন।
আরেকটা লেখা-মুক্তিযুদ্ধভিত্তিক ই-সংকলন : সর্বশেষ আপডেট
নাজির ভাইয়ের পোস্ট-আমার যত প্রিয় পোষ্টদেখেনতো এর মধ্যে কোন পোষ্ট আপনার কাজে লাগে কিনা
চিলেকোঠার সেপাই-ব্লগে আপনার পড়া সেরা ফান পোষ্ট কোনটা ??
এটার মন্তব্যতেও অনেক ফান পোস্টের লিঙ্ক আছে, অনাবিল হাসি হাস্তে চাইলে এখনি ঘুরে আসুন।
আমাদের সবার প্রিয় কাউসার রুশো ভাইয়ের চলচ্চিত্র বিষয়ক সকল পোস্ট। এটা সিনেমাপ্রেমীদের জন্য স্বর্নখনি।
মেধাবী ব্লগার রাগিব ভাইয়ের সমস্ত লেখা।রাগিবনামা।
আদৃতার লেখা অনেক ভালো লাগতো। সে তার এই পোস্ট টা বাদে সব লেখা ড্রাফট করেছে।তাকে অনুরোধ করি লেখাগুলা ফিরিয়ে আনার জন্য।
সামহয়্যার এর বইয়েরা
যারা বই পড়তে ভালোবাসেন, তারা অবশ্যই পড়বেন।
আসিফ মহিউদ্দীনের মুক্তির দাবিতে ব্লগারগন যে সকল পোস্ট দিয়েছিল এবং এ সঙ্ক্রান্ত অন্যান্য লেখা।
আসিফ মহিউদ্দীনের আটকঃ বাক-স্বাধীনতার পক্ষে গনজোয়ার।
আসিফ ভাইয়ের আরেকটা পোস্ট। নাস্তিকতা নিয়ে সমস্যা থাকলে স্কিপ করে যান।আর যুক্তিবাদী হলে যুক্তিগুলা ঝালাই করে নিন।রসদঃ মুক্তচিন্তা, অবিশ্বাস, সন্দেহবাদীতা, যুক্তিবাদীতা এবং বিজ্ঞানবিষয়ক পোস্ট সংকলন।
আমাদের কবি তানিম ভাইয়ের প্রিয় লেখাগুলি-আমার যত ভাল লাগা : ব্লগে প্রিয় পোস্টগুলো
প্রিয় লেখকদের প্রথম পোস্টগুলা কেমন ছিলো দেখতে চান ? তাহলে ঘুরে আসুন ভাঙ্গন এর এই পোস্ট থেকে।
কৌতূহল: প্রিয় ব্লগারদের প্রথম লিখিত পোস্টটি কী রকম ছিল...!
আরেকটা লিঙ্ক পোস্টের সমাহার-ভেবে ভেবে বলির পোস্ট-যে লেখাগুলো প্রিয়তে নেয়া হয়নি...
ফারাক্কা বাধ সম্পর্কে ব্লগে কত গুরুত্বপুর্ন লেখা এসেছে তা এই পোস্ট দেখলে বুঝতে পারবেন।"ফারাক্কা বাধ" - সামুতে লেখা পোস্ট সংকলন
ব্লগের এ টিমের নাম শুনেছেন ? তাদের সম্পর্কে জানতে চান? তাহলে পড়ুন বাধন ভাইয়ের এই ব্লগ-চলে গেলো এ-টিমের জন্মদিন, আমরা কি তবে ভুলতে বসেছি তাদের অবদান?
সবার প্রিয় আমাদের জিসান মামার সঙ্কলন পোস্ট-আমার প্রিয়তে রাখা,ভালো লাগা পোষ্ট সমগ্র (সংস্কার চলছে) - ২
প্রথম পর্বের লিঙ্কটাও পাবেন এখানে।
আসিফের এই লেখাতে আপ্নারা পাবেন হারিয়ে যাওয়া অনেক লেখার খবর এবং লিঙ্ক। আসিফকে অনেক মিস করি ব্লগে।ব্লগের ইতিহাসে সর্বাধিক পঠিত পোস্ট কোনটা?
ডিজিটাল মুবিনের-প্রিয় পোষ্টগুলোর লিংক সব এক যায়গাতে (ক্যাটাগরি সহ
যদি টেকি ভালোবাসেন-সামহয়ারইন ব্লগ সংকলনঃ টপ টেকি পোষ্ট!!
কুড়ের বাদশা, মনে পড়ছে তার কথা ? সেই যে, সকল ব্লগারের নাম ধাম দিয়ে সবচেয়ে বড় মেগা পোস্টের রেকর্ড করেছিলো যে।তার বিখ্যাত ছবিব্লগ গুলার সঙ্কলন-শেয়ার করার মত কিছু চমৎকার ছবি :: সব পর্ব একসাথে
ফুল ভালোবাসলে চলে যান রাজামশাই এর ব্লগে। তিনি নিজেই এখন ক্যামেরা কিনে মনের সুখে ফুলের ছবি তুলে যাচ্ছেন।বাংলার ফুল - ফুলবাগান
সামুতে এখন আগের অনেক ব্লগাররা ব্লগিং করেন না। তেমনি একজন হলেন কাঙাল মামা।তার পোস্ট-মামার শোকেস।
সবচেয়ে জনপ্রিয় ব্লগার কে জানতে চান ? তাহলে পড়ুন-সবচেয়ে জনপ্রিয় ব্লগার কে?
কোর আই সেভেনের পোস্ট-আমার প্রিয় পোস্ট
আকাশদেখি ভাইয়ের মেগাপোস্ট- আমার শোকেজে সাজানো ব্লগ গুলো...
অন্যমনস্ক শরৎ ভাইয়ের লেখা ব্লগ প্রতিযোগিদের নিয়ে পোস্ট-ব্লগ প্রতিযোগিতায় বিজয়ী ১০টি ব্লগ, আর ব্লগ দিবসের ছবি (বিজয়ী কয়েকজন ব্লগারদের ছবি সহ আপডেটিত)
ক্যামেরা কিনবেন ?্সেই সাথে ফটোগ্রাফির টিপস। তাইলে এটা পড়ে ফেলেন- ডিজিটাল ক্যামেরা ও ফটোগ্রাফি বিষয়ক পোস্টগুলোর সংকলন
প্রিয় শামসীর ভাইয়ের ছবিব্লগ সংকলন-বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট )
হাত ব্যাথা হয়ে গেল, সব শেষে আমার ব্লগ-তন্ময় ফেরদৌস এর বাংলা ব্লগ।
-------------------------------------------------------
এবার অফ যাই, আপনারা অবশ্যই প্রিয়তে নিয়ে রাখবেন মনে করে।
এই ব্লগটি সামুর নতুন পুরাতন সকল ব্লগার কে উৎসর্গ করা হলো।
সবাই ভালো থাকুন, হেপ্পি ব্লগিং।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




