কবির খাতায় মুখ দেখেনা আর কোনো উন্মাদ,
কবি এখন খাচ্ছে বসে ঠাণ্ডা পান্তা ভাত।
কবির ছাতা ফুটো এখন, রোদের বড় জোর,
কবির জুতো ছেঁড়া, তাতে সেলাই বহুত ফোঁড়।
কবির বাড়ির পলেস্তারা খসে গেছে কবে,
কবির শুন্য হাঁড়ির দখল মাকড়সাতে ল'বে।
কবির শয্যা মলিন হয়েছে অনেক অনেক আগে,
কবি আজো ঘুমের কষ্টে অনেক রাত্রি জাগে।
কবির কলম চলছে তবু আজো বিরামহীন,
কবি ভালো আছেন, তবে থোড়া লাগামহীন।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১০ রাত ১১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




