কিভাবে শুরু করবো বুঝতে পারছিনা।
চেনা পরিবেশের অনেকেই জানেনা আমি নেট ব্যবহার করি।
তাই নেটের সমস্যাগুলো কারো সাথে শেয়ার করতে পারিনা।
বাধ্য হয়ে তথ্যগুলো জানার জন্য ব্লগেই উপস্থাপন করছি।
নেট ব্যবহার করছি একেবারেই নুতন হিসাবে। অনেক কিছুই
ব্যবহার করতে করতে শিখেছি, অনেক কিছু এখনও বুঝতেই পারছিনা।
কিছু তথ্য, মুভি, ছবি , লেখা এগুলো ডাউনলোড করতে যেয়ে সমস্যায় পড়েছি।
সেখানে রেজিঃ করতে বলা হচ্ছে, চাওয়া হচ্ছে ইমেইল ঠিকানা ।
সবশেষে চাওয়া হচ্ছে ক্রেডিটকার্ড নম্বর। যতদুর বুঝতে পারছি সেগুলো
হতে হবে ভিসা কার্ড........। অবশ্য আমি ফ্রী রেজিঃ এ আবেদনগুলো করেছিলাম। সেখানে পরিনত বয়স প্রমানের জন্য কার্ডের নম্বর চাওয়া হচ্ছে। এখন আমার কাছে আমাদের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের
এটিএম কার্ডের নম্বর আছে, যা শো করলে রিপ্লাই এলো তের ডিজিটের
কার্ড হতে হবে। এখন প্রশ্ন হলো এই কার্ডগুলো ব্যবহারের শর্ত কী এবং এগুলো কোথায় পাবো বা পাওয়ার শর্ত কী? অথবা এগুলো ছাড়া কী
আমি মুভি , ছবি.. এগুলো ফ্রী দেখতে বা ডাউনলোড করতে পারবোনা?
পারলে তার ঠিকানা কী?
আমি যে বড় হয়েছি এটা আর কেউ না বুঝুক আমি অন্ততঃ বুঝতে পারছি,
আর আমি চাই একথাটা আমি এবং আমার নেটমেটরাই শুধু জানুক।
প্লিজ হেল্প মি সুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


