somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লালন ও রবীন্দ্রনাথ

২১ শে এপ্রিল, ২০১১ সকাল ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লালন এবং রবীন্দ্রনাথের মুখোমুখি সাক্ষাৎ নিয়ে গবেষকগণের মধ্যে মতভেদ থাকলেও রবীন্দ্র মানসে লালন দর্শন তথা বাউল দর্শনের প্রভাবের কথা অস্বীকার করার কোন সুযোগ কারোরই নেই। আবার রবীন্দ্র-লালনের মুখোমুখি সাক্ষাতের ব্যাপারটা যে একেবারেই অসম্ভব এমনটি বলাও মুসকিল। কারণ রবীন্দ্রনাথ ১৮৯০ সালের শেষের দিকে জমিদারির দায়িত্ব নিয়ে কুষ্টিয়ার শিলাইদহে আসার পূর্বে ১৮৭২ এবং ১৮৭৫ তিনি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সাথে শিলাইদহে এসেছিলেন। এবং এই পর্বে রবীন্দ্রনাথের সাথে লালনের দেখা হয়েছে বলে অনেক গবেষক দৃঢ়ভাবে মত ব্যক্ত করেছেন। ডক্টর আনোয়ারুল করীম, মুহাম্মদ আবূ তালিব প্রমুখ গবেষকগণের তাই মত। লালন শাহের প্রথম জীবনীকার বসন্ত রঞ্জন পাল রবীন্দ্রনাথের কাছে সহযোগিত চেয়ে চিঠি লিখলে তার জবাবে কবির পক্ষে তাঁর একান্ত সচিব সুধীর চন্দ্রকর কর্তৃক ১৯৩৯ সালে লিখিত পত্রে রবীন্দ্রনাথ নিজেও স্পষ্টভাবে না হলেও কবুল করে নিয়েছেন ব্যাপারটি। চিঠিতে বলা হয়, 'কবি আপনার চিঠি পেয়ে সুখী হয়েছেন। আপনাকে এই মহৎ কাজে সাহায্য করতে পারলে তিনি আরো সুখী হতেন সন্দেহ নাই। ফকির সাহেবকে তিনি জানতেন বটে কিন্তু সেতো বহু দিন আগে; বুঝতেই পারেন এখন সে সব সুদূর স্মৃতির বিষয় তাঁর মনে তেমন উজ্জ্বল নয়। তবে তিনি বললেন, কলকাতায়,''লালবাংলা'' ২০ নং মে ফেয়ার, বালিগঞ্জ_ এই ঠিকানায় শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ ঠাকুর মহাশয় থাকেন, তিনিও ফকির সাহেবকে জানতেন, তাঁর কাছে খোঁজ করলে অনেক বিষয় আপনার জানবার সুবিধা হতে পারে'। (আবুল আহসান চৌধুরী; লালন সাঁইয়ের সন্ধানে; পৃ-৭৩।)
আবার লালন শাহের একটি গানে এভাবে রবীন্দ্রনাথের নামোল্লেখ করা হয়েছে,
'পারে যদি যাবি রবী গুরুর চরণ ভুলো না
গুরুর চরণ ভুল করিলে পারে যাওয়া ঘটবে না।'
লালনের সাথে রবীন্দ্রনাথের সাক্ষাৎ প্রসঙ্গে রবীন্দ্রনাথের প্রচ্ছন্ন স্বীকারোক্তি এবং লালনের গানে রবীন্দ্রনাথের নামোল্লেখ আমাদের বিশ্বাস করতে সহায়তা করে যে রবীন্দ্রনাথ ও লালনের মধ্যে মুখোমুখি সাক্ষাৎ নিয়ে যে বিতর্ক রয়েছে তা মনে হয় অনেকাংশেই বিনা কারণে। এ নিয়ে আমরাও আর বিতর্কে জড়াতে চাই না।
রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারির দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসার পূর্বে বিলেতে গিয়েছিলেন ব্যারিস্টারি পড়ার জন্য। অর্থাৎ কলকাতার জোড়াসাঁকোর অভিজাত পরিবারে জন্ম ও শৈশব পেরিয়ে যৌবনে বিলেতের অতি আধুনিক পরিবেশের স্বাদ পেয়ে হাল সংস্কৃতির রবীন্দ্রনাথ আসেন কুষ্টিয়াতে। তিনি প্রায় বিশ বছরকাল পূর্ববঙ্গের শিলাইদহ, শাহজাদপুর এবং পতিসরে কাটান। এই পর্বে রবীন্দ্রনাথের চেতনার জগতে এক অভূতপূর্ব পরিবর্তন সাধিত হয়। হাল সংস্কৃতিতে লালিত কবি রবীন্দ্রনাথ ধীরে ধীরে রবীন্দ্র বাউলে পরিণত হন। প্রেম ও প্রকৃতির কবি ধীরে ধীরে ঈশ্বর কেন্দ্রিক এবং সবশেষে মানবকেন্দ্রিক হয়ে ওঠেন। আমরা বাউল দর্শন ও রবীন্দ্রনাথের পারস্পরিক লেনদেনের সম্পর্ককে এক কথায় এভাবে বলতে পারি_ বাউল দর্শনের শুরু মানুষ দিয়ে আর রবীন্দ্রনাথ মানুষে এসে শেষ করলেন। বাউল দর্শন রবীন্দ্রনাথের চেতনাকে গভীরভাবে প্রভাবিত করেছিলো। রবীন্দ্রনাথের জবানিতেই আমরা কথাটি শুনে নিই। 'হারামণি'র ভূমিকাতে রবীন্দ্রনাথ বাংলা ১৩৩৪ সালে বিষয়টি এভাবে কবুল করে নিয়েছেন, 'আমার লেখা যাঁরা পড়েছেন, তাঁরা জানেন, বাউল পদাবলীর প্রতি আমার অনুরাগ আমি অনেক লেখায় প্রকাশ করেছি। শিলাইদহে যখন ছিরাম, বাউল দলের সঙ্গে আমার সর্ব্বদাই দেখা সাক্ষাৎ ও আলাপ আলোচনা হ'ত। আমার অনেক গানেই আমি বাউলের সুর গ্রহণ করেছি। এবং অনেক গানে অন্য রাগ বাগিনীর সঙ্গে আমার জ্ঞাত বা অজ্ঞাতসারে বাউল সুরের মিল ঘটেছে। এর থেকে বোঝা যাবে, বাউলের সুর ও বাণী কোন সময়ে আমার মনের মধ্যে সহজ হ'য়ে মিশে গেছে।' (মুহম্মদ মনসুর উদ্দীন (সম্পাদিত); হারামণি, ৫ম খ-; আশীর্বাদ' পৃ-ক)। এই পর্বে রবীন্দ্রনাথের সব ধরনের রচনা, গান, কবিতা, গল্প, নাটক_ সবই বাউল দর্শন এবং বাউল ভাবে প্রভাবিত। রবীন্দ্রনাথের সাহিত্যকর্মের এক উল্লেখযোগ্য অংশ তাঁর গান। এই গানে বাউল দর্শন এবং বাউল গানের কথা ও সুরের প্রভাব প্রত্যক্ষভাবে পড়ে। তাঁর প্রায় ৬৬টি গান বাউল সুরের আঙ্গিকে রচিত। স্বদেশী যুগে রচিত 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি'_ যা আজ আমাদেও জাতীয় সংগীত। এই গানটিও বাউল গান, গগন হরকরার 'আমি কোথায় পাব তারে/ আমার মনের মানুষ যে রে' এই গানটির হুবহু সুরে রচিত।
রবীন্দ্রনাথ শুধু যে বাউল গানের সুরকেই নিয়েছেন তা নয়, তিনি অনেক ক্ষেত্রে অনেক বাউল গানের বাণীকেও গ্রহণ করেছেন নিঃশঙ্কচিত্তে। বাউল দর্শন, বিশেষ করে বাউল গান ও রবীন্দ্রনাথের আলোচনা করতে গেলে অবশ্যই এ ক্ষেত্রে আমাদের লালন ও রবীন্দ্রনাথের আলোচনা বেশি করতে হবে। কারণ আমাদের একটি কথা অবশ্যই মনে রাখতে হবে_ বাউল দর্শনের সাথে বরীন্দ্রনাথের যে সখ্য তা মূলত লালনের গানের মাধ্যমে। রবীন্দ্র মানসে আর কোন বাউল লালনের মতো এতো বেশি প্রভাব ফেলতে পারে নি। তাই রবীন্দ্রনাথ লালন শাহের কাছ থেকেই বেশি গ্রহণ করেছেন। লালনের ভাব, ভাষা, শব্দ, সুর সবই তিনি আত্মস্থ করে নিজের করে নিয়েছেন। তিনি লালনের অনেক গান ভেঙ্গে নতুন গান রচনা করেছেন_ সেগুলো স্পষ্টতই রবীন্দ্র বাউলের রচনা।
লালনের গান তথা বাউল গান-বাউল দর্শনের মূল বিভাগ আমরা বলতে পারি আত্মতত্ত্বকে। বাউল-লালন সারাটা জীবন ভরে নিজেকে খুঁজে বেড়িয়েছেন_ নিজেকে জানার অন্বেষণে ঘুরেছেন দেশ-বিদেশে। বাউল দর্শনের মূল সুরই হলো নিজেকে জানো_ নিজেকে চেনো। আর এই নিজেকে জানা, নিজেকে চেনার মধ্য দিয়েই বাউলেরা সেই মনের মানুষ আলেক মানুষ, অধর মানুষ, সোনার মানুষের খোঁজ করে ফিরেছেন। বাউল দর্শনের আদিতত্তের্ব প্রথম পাঠই হলো_ 'আমি কি, আমি কে এবং আমি কেন' এই প্রশ্নের উত্তর খুঁজে সাধনার পথে চলা। এই আদি প্রশ্নের উত্তর খুঁজতেই বাউলেরা ব্যাকুল। আর এই প্রশ্নের উত্তর তাঁরা খুঁজে বেড়িয়েছেন আপন দেহ জরিপের মধ্য দিয়ে। বাউল গানকে তাই দেহজরিপের গান বলা হয়ে থাকে। এই মানব দেহের বাইরে তাঁর আর কোন কিছুতেই আস্থা রাখেন নি, রাখতে চান নি। তাই নিজের দেহকে জরিপ করে এর কোনা কান্চির আগম-নিগম খবর জেনে সেই পরমের সাথে লীলাভরে বাস করার সাধনায় বাউল মত্ত থেকেছেন, আত্মহারা হয়ে ফিরেছেন। আর তাঁদের এই ব্যাকুল মনের অনুভূতির প্রকাশ পেয়েছে তাঁদের গান-তাঁদের দর্শনের মধ্য দিয়ে। বাউল তাঁর জীবনাচারের কথা বলতে গিয়ে গান বেঁধেছেন। তাই বাউলের গান দেহজরিপের গান, বাউলের গান আত্মতত্ত্ব, আত্মদর্শনের গান। সে কারণেই বাউলের গান শুধু গীতিকবিতাই নয়, এটি একটি জীবনদর্শন, ধর্মদর্শন, জীবনাচারের সংবিধান। বাউলের এই জীবনদর্শন এক সময়ে রবীন্দ্রনাথের জীবন দর্শনেও একাত্ম হয়ে গিয়ে কবি রবীন্দ্রনাথকে রবীন্দ্র বাউলে রূপান্তরিত করে ফেলে। তাই বাউলের গানের মতোই রবীন্দ্রনাথের গানও এক সময় দেহজরিপের গানের খুব ঘনিষ্ঠজন হয়ে আত্মতত্ত্বের অন্বেষণের আকূল আকুতি হয়ে রবীন্দ্র ভাবনায় স্ফুরিত হয়ে ওঠে। লালনের সেই দেহ অন্বেষী ব্যাকুলতা
'আমার ঘরখানায় কে বিরাজ করে।
আমি জনম-ভরে একদিন না দেখলাম তারে '
রবীন্দ্র বাউলের হৃদয়ের একতারাতে কি মধুর ব্যঞ্জনায় এই সুর ধ্বনিত হয়ে আপনাকে তোলপাড় করে তুলেছে। ব্যাকুল আক্ষেপে তাই বার বার প্রাণের সেতারে বেজে উঠেছে,
'আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাই নি
তোমায় দেখতে আমি পাই নি।
আমি বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয় পানে চাই নি।'
বাউল এবং রবীন্দ্রনাথের এই যে আত্মোপলব্ধি তা সেই একই ব্যাকুলতার বহিঃপ্রকাশ। দু'জনেই তাঁদের মনের মানুষের সন্ধান করতে গিয়ে পাহাড় জঙ্গল চষে বেড়িয়েছেন, কিন্তু কোথাও তাঁকে খুঁজে পান নি। অবশেষে তাঁরা তাঁদের নিজের দেহের মধ্যে, নিজের মনের মধ্যে সেই অসীম অধরকে উপলব্ধি করে চরম পুলক অনুভব করেন। এই উপলব্ধি দর্শনের উপলব্ধি, হৃদয়ের ভালোবাসার উপলব্ধি। এখানে হৃদয়ের অভিন্ন সাধনার উপলব্ধি। এই একটি জায়গায় বাউল এবং রবীন্দ্রনাথ একাকার। এই উপলব্ধির ভেতর দিয়েই বুঝতে পারা যায় যে কত অমূল্য এই মানব জীবন তাইতো লালনের একটি পদে এই মানবজীবনের মহিমা প্রকাশ পেয়েছে এভাবে_
'এমন মানব জনম কি আর হবে
মন যা কর ত্বরায় করো এই ভবে '
এই একই উপলব্ধি রবীন্দ্রনাথে কি সুন্দরভাবে প্রকাশিত হয়েছে।
'জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ
অন্য হলো ধন্য হলো মানব জীবন জীবন '
যখন জীবনে এই উপলব্ধি আসে তখন বাউলের কাছে সেই আলেক মানুষকে বনে জঙ্গলে খুঁজে ফেরা অর্থহীন এবং প-শ্রম মনে হয়। তখন সে আপন মনে, আপন ধ্যানে সেই পরম মানুষকে উপলব্ধির ভেতর দিয়ে তাঁর সাথে মহামিলনের আকাঙ্ক্ষা করে। তাই তখন সে নিঃশঙ্কোচে বলতে পারে_
'বল কারে খুঁজিস ক্ষ্যাপা দেশ-বিদেশে
আপন ঘর খুঁজলে রতন পায় অনায়াসে '
রবীন্দ্র বাউলের মরমের তারে তারে সেই একই বিশ্বাস, একই আবেগ, একই অনুভূতি, একই দর্শন সুর লহরি তুলেছে একই তৃপ্তি নিয়ে_
'কাছে আছে দেখিতে না পাও
তুমি কাহার সন্ধানে যাও দূরে
মনের মতো কারে খুঁজে মরো
সে কি আছে ভুবনে
সে যে রয়েছে মনে '
বাউলের এই আপন ঘরে আমি সত্য মূর্ত হয়ে ওঠে আপনার মাঝে আলেক মানুষের বিকাশের চমর পর্যায় হিসেবে। এই পর্যায়ে সব কিছুতে আমিই সত্য হয়ে ওঠে। আমার আপনার মাঝেই সেই পরম ভর করে নিজেকে পূর্ণতা দান করে জগতে প্রকাশ করেছে। বাউলের গানে যেমন লালন বলেছেন_
'আমি সত্য না হইলে গুরু সত্য হয় কোন কালে
আমি যেই রূপ দেখ না সেই দ্বীন দয়াময় '
রবীন্দ্র বাউলেও এই দাবি প্রকটভাবে দেখা দিয়েছে। 'আমি'র আড়ালে সেই অজান মানুষ যে নিজেকে প্রকাশ করার খেলা খেলেছে জগতে, আমার চোখ দিয়েই সেই নিরূপ পরম যে জগতকে দেখার ছল করেছেন সেই কথাটিই রবীন্দ্র্রনাথ বলেছেন তাঁর শেষ লেখায়_
'আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ
চুনি উঠলো রাঙা হয়ে
আমি চোখ মেললুম আকাশে_
জ্বলে উঠলো আলো
পুবে পশ্চিমে।
গোলাপের দিকে চেয়ে বললুম 'সুন্দর'
সুন্দর হলো সে।'
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হেঁটে আসে বৈশাখ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:০০


বৈশাখ, বৈশাখের ঝড় ধূলিবালি
উঠন জুড়ে ঝলমল করছে;
মৌ মৌ ঘ্রান নাকের চারপাশ
তবু বৈশাখ কেনো জানি অহাহাকার-
কালমেঘ দেখে চমকে উঠি!
আজ বুঝি বৈশাখ আমাকে ছুঁয়ে যাবে-
অথচ বৈশাখের নিলাখেলা বুঝা বড় দায়
আজও বৈশাখ... ...বাকিটুকু পড়ুন

ছায়ানটের ‘বটমূল’ নামকরণ নিয়ে মৌলবাদীদের ব্যঙ্গোক্তি

লিখেছেন মিশু মিলন, ১৭ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৩৩



পহেলা বৈশাখ পালনের বিরোধীতাকারী কূপমণ্ডুক মৌলবাদীগোষ্ঠী তাদের ফেইসবুক পেইজগুলোতে এই ফটোকার্ডটি পোস্ট করে ব্যঙ্গোক্তি, হাসাহাসি করছে। কেন করছে? এতদিনে তারা উদঘাটন করতে পেরেছে রমনার যে বৃক্ষতলায় ছায়ানটের বর্ষবরণ... ...বাকিটুকু পড়ুন

বয়কটের সাথে ধর্মের সম্পর্কে নাই, আছে সম্পর্ক ব্যবসার।

লিখেছেন ...নিপুণ কথন..., ১৭ ই এপ্রিল, ২০২৪ দুপুর ২:৫০


ভারতীয় প্রোডাক্ট বয়কটটা আসলে মুখ্য না, তারা চায় সব প্রোডাক্ট বয়কট করে শুধু তাদের নতুন প্রোডাক্ট দিয়ে বাজার দখলে নিতে। তাই তারা দেশীয় প্রতিষ্ঠিত ড্রিংককেও বয়কট করছে। কোকাকোলা, সেভেন আপ,... ...বাকিটুকু পড়ুন

মানুষের জন্য নিয়ম নয়, নিয়মের জন্য মানুষ?

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৭ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৫:৪৭



কুমিল্লা থেকে বাসযোগে (রূপান্তর পরিবহণ) ঢাকায় আসছিলাম। সাইনবোর্ড এলাকায় আসার পর ট্রাফিক পুলিশ গাড়ি আটকালেন। ঘটনা কী জানতে চাইলে বললেন, আপনাদের অন্য গাড়িতে তুলে দেওয়া হবে। আপনারা নামুন।

এটা তো... ...বাকিটুকু পড়ুন

একজন খাঁটি ব্যবসায়ী ও তার গ্রাহক ভিক্ষুকের গল্প!

লিখেছেন শেরজা তপন, ১৭ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:০৪


ভারতের রাজস্থানী ও মাড়ওয়ার সম্প্রদায়ের লোকজনকে মূলত মাড়ওয়ারি বলে আমরা জানি। এরা মূলত ভারতবর্ষের সবচাইতে সফল ব্যবসায়িক সম্প্রদায়- মাড়ওয়ারি ব্যবসায়ীরা ঐতিহাসিকভাবে অভ্যাসগতভাবে পরিযায়ী। বাংলাদেশ-ভারত নেপাল পাকিস্তান থেকে শুরু করে... ...বাকিটুকু পড়ুন

×