কেয়ারমার্ট হইত একদিন বড় হবে, জানিনা কতটুকু বড় হবে ৷তবে আসাকরি আমি কেয়ারমার্টের প্রতিষ্ঠাতা হিসাবে, এটি একটি বড় অনলাইন ও পিজিক্যাল own brand supper shop হিসাবে ৷শিরোনামে "কেয়ারমার্টের জন্ম" লেখার উদ্দেশ্য আমি এর জন্মের সময় কাল নিয়ে কিছু বলতে চাই, আমার MBA তখন শেষ হই নাই, আমি MBA লাষ্ট সেমিস্টারে পড়াশুনা করছি,আমার মনে হলো যে MBA শেষ করে কি করবো চাকরী না ব্যাবসা, সবাই চাকরীর কথাই বলে কিন্তু আমার ব্যাবসার ইচ্ছা, ব্যাবসা করতে তো অনেক টাকার প্রয়োজন,কিন্তু আমি তো চাকুরীজিবীর ছেলে টাকা কৈই? তাই এই ক্ষুদ্র প্রচেষ্টা,facebook এর মাধ্যমে একটি page open করলাম 3/12/2012 তারিখে (http://www.facebook.com/caremartbd) নামে, কিন্তু ইচ্ছা অনেক বড়, আমি চাই ঢাকাতে fresh এবং good quality food supply দিতে, তারই চেষ্টাই আছি ঢাকার বাহির থেকে ভাল পণ্য এনে বিক্রয়ের ৷ এখন home delivery পণ্য পৌছানোর চেষ্টা করছি ৷ facebook এ দুটি পণ্যের মূল্য ও যোগাযোগের জন্য email ও mobile নং দিয়েছি ৷ already 96 টা page like ও পেয়েছি, এবং আমার নিজস্ব আত্বীয় সজন এর সহযোগিতাই ব্যবসা শুরু করি 2012 এর মাঝামাঝি ৷ব্লগে সবার দোয়া চাই যাতে আমি বা আমার প্রতিষ্ঠান সফল হই ৷somewhereinblog আমার পূরন বন্ধু তাই কেয়ারমার্ট নামে এই নতুন ব্লগ খোলা, যাতে somewhereinblog এর সাথে কেয়ারমার্টকে সংযুক্ত রাখতে পারি ৷
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




