তখন তোমার জানালার কার্নিশ আলো হারায়,
ক্লান্ত চোখের প্রান্তে তোমার ছেঁড়া স্বপ্ন।
তোমার না বলা যতো কবিতায়
বিবর্ণ আঁচড় কাটে সময়।
তোমার সাজানো স্বর্গে রাত্রি নামে কুয়াশায়।
থমকে দাঁড়ায় মহাকাল এখানে,
হতাশার সুরে ক্রমশ শেষ বেলার আহ্বান।
তবু অনুক্ষণ শিহরণ সীমা ছাড়ানোর,
তোমার নন্দিত স্পর্ধায় ধ্বনিত হোক
চির আজন্ম অহংকার,
ঝলসে ওঠো প্রতিবাদে,
মিছিলের স্রোতে তোমার আগুন শপথ হাতছানি দেয়-
অনাগত পৃথিবীর।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




