আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের Development Studies Department এ পড়াশোনা করছি। গত ২ ডিসেম্বর শ্রীমঙ্গল গিয়েছিলাম USAID এর কিছু project দেখতে।
সেখানে ৪ তারিখে আমাদের নিয়ে যাওয়া হয় "মধুমিতা" নামের একটি clinic এ। এটি ঐ এলাকার sex worker বা পতিতাদের একটি চিকিৎসাকেন্দ্র।
সেখানে উপস্থিত sex worker দের সাথে কথা বলে তথাকথিত ভদ্র সমাজের একজন হিসেবে আমার মাথা নত হয়ে যায়।
এদের একটি বড় অংশ হচ্ছে গ্রামের সহজ সরল মেয়ে যারা তাদের ভালোবাসার মানুষের হাত ধরে ঘর ছেড়ে বের হয়ে এসেছিল সুন্দর সংসারের স্বপ্ন দেখে।
তাদের সে স্বপ্ন, ভালোবাসা শুধু যে মরে যায় তাই নয়, বরং সে তার ভালোবাসার মানুষের বদলে দেখতে পায় প্রতারকের ছবি যে বিনা দ্বিধায় তুলে দেয় কতগুলো নরপশুর হাতে।
তারা দেখতে পায় তাদের নিয়তি নির্ধারিত হয়ে গেছে একটি বৃত্তে, যেখান থেকে তাদের কোন মুক্তি নেই।
তারা দেখতে পায় যে সব ভদ্র মানুষ তাদের সমাজে ফিরতে দিচ্ছে না মুখে পবিত্রতার বুলি ফুটিয়ে , সেই মানুষগুলোই রাতের অন্ধকারে ছুটে আসছে তাদেরই কাছে প্রয়োজন মেটাতে।দিনের আলোয় তাদের সব পাপ মুছে গেলেও অনুফাদের মতো নিশিকন্যাদের আর সূর্যের মুখ দেখা হয় না।
তাদের জন্য নেই স্থায়ী পূনর্বাসনের ব্যবস্থা, নেই আইনি সহায়তার জন্য কোন মানবাধিকার সংস্থা।এমনকি "মধুমিতা"র কর্মীদের ও সমাজে নানা ভাবে অকারণে হেনস্থা, বিদ্রুপ করা হয়।
এটা আমাদের তথাকথিত ভদ্র সমাজের একটি ক্ষুদ্র চিত্র। আমরা কি পারিনা এই অবস্থার পরিবর্তন করতে?
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




