পথের মাঝে বারেবারে অন্য পথের চিহ্ন খুঁজে,
আমার যতো ভাবনাগুলো ক্লান্ত হয়ে দু'চোখ বোজে।
যখন আমি জলে ভিজে, দিবস শেষে ফিরেছি ঘরে,
জেনেছি সকল পুরনো কথা যায় না গড়া নতুন করে।
চেনা ভীড়েও তবু কেন যখন তখন একলা লাগে?
আপন ছায়া বিজন হয়ে আমায় কেন দূরে রাখে?
দূর আরো বহুদূরে, নি:সীমের ঐ সীমার মাঝে,
জেনে গেছি রুপকথা সব কল্পলোকে ঘুমিয়ে আছে।
যায়না ভাঙ্গা শেকল যতো,যায় না ভোলা চেনা ক্ষত,
ভুলেছি সব মণ্ত্রণা তাই,চেয়েছি হতে সবার মতো।
চেনা ভীড়েও তবু কেন যখন তখন একলা লাগে?
আপন ছায়া বিজন হয়ে আমায় কেন দূরে রাখে?
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




