বলার অপেক্ষা রাখেনা, দূর্গাপূজা বাঙ্গালী হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। ছোটবেলা থেকেই দূর্গাপূজার সময় পূজা দেখতে বের হই, অবশ্যই ফেস্টিভেল হিসেবে। আমার বাসা যশোরে হলেও দূর্গাপূজার সময় আমি খুলনায় চলে আসি আমার এক হিন্দু বন্ধুর বাসায় দাওয়াত থাকে আর সাথে সেই বন্ধুকে নিয়ে মন্ডপ দর্শনে বের হই। এবারও আসলাম। আগে যখন আসতাম তখন দেখতাম যেসব জায়গায় রাস্তা দখল করে পূজা হয় সেসব জায়গায় পূজা শুরুর ২ আগে রাস্তা ব্লক করে ফেলে, তারপর সেখানে স্টেজ বানানো শুরু করে। কিন্তু এবার একটু ভিন্ন। ৭ দিন আগে থেকে রাস্তা ব্লক করে স্টেজ সাজানো হচ্ছে ( এটা শুনলাম বন্ধুর কাছে)। শহরের যেখানেই যাইনা কেন আলো আর আলো। এবার যেন অনেক বেশী বৃহৎ পরিসরে পালিত হচ্ছে দূর্গা পূজা।
একসময় দেখতাম মন্ডপে ঢাক-ঢোল পিটিয়ে পূজা অনুষ্ঠিত হয় কিন্তু ইদানিং দেখি অবস্থা পুরাই চেন্জ। হিন্দী আর ইন্ডিয়ান বাংলা গান ছাড়া একটাও মন্ডপও দেখলাম না। তাও এত জোরে গান বাজানো হচ্ছে, কেউ যদি কান বন্ধ করেও রাখে, ওই বিট হার্টে ভয়ঙ্কর ভাবে বাড়ি দেয়। এক মুহুর্ত বিরাম নাই। কান ফাটানো শব্দে গান বাজতেই আছে। আমি অবাক হই ওইসব মন্ডপের পুরুত আর দায়িত্বপ্রাপ্ত যেসব লোক আছে তারা কিভাবে সুস্থ থাকে। আমার কথা বিশ্বাস করেন, কোন সুস্থ মানুষ ওই জোরালো বিটের সাইন্ডে কিছুক্ষন দাড়ালে অসুস্থ হয়ে পড়বে।
এবার আসি গানের কথায়। আগেই বলেছি, হিন্দী আর কলকাতার মুভির গান ছাড়া দেশীয় কোন গান কোন মন্ডপেই বাজানো হচ্ছেনা। কি ধরনের গান বাজানো হচ্ছে তার একটা নমুনা দিই:
১) মে কারু তো সালা, ক্যারেকটার ঢিলা হ্যায়।
২) চোরে-পুলিশে পিরিত হয়েছে।
৩) ঢাকের তালে কোমর দোলে (এটা দূর্গাপূজার কমন গান)
৪) ইয়ে জিসম হ্যায় তো কিয়া
৫) পিরিত হয়েছে, পিরিত হয়েছে......
(এগুলো কি ধর্মীয় ফেস্টিভেলের উপযোগী কোন গান? পুরুত মশাইরাও দেখি পুরা আধুনিক হয়ে যাচ্ছে।
শেষ যে ব্যাপারটা, সেটা হলো উগ্র ছেলেপেলেদের লাফালাফি ঝাপাঝাপি।ভীড়ের মধ্যে ঠেলাঠেলি করছে, সামনে মেয়েরা থাকলে তো কথাই নেই। কোলে বাচ্চা নিয়ে মানুষ যে পড়ে যাওয়ার দশা, কিছু মেয়ে যে বিব্রত হচ্ছে-সেদিকে কোন খেয়াল নেই। কিছু মেয়ে বিব্রত হচ্ছে বললাম কারন অনেক মেয়েই দেখলাম ব্যাপারটা এনজয় করছে। ঠেলা-গুতা খেয়ে যেভাবে একে অন্যের গায়ে হাসতে হাসতে গড়িয়ে পড়ছে তাতে মনে হয় এরা এসেছেই টিজ হতে। ব্যাপার অস্বস্তিকর এবং দৃষ্টিকটুও।
কাল ভোরে আবার রওনা হবো যশোরে, পূজা দর্শন এবারের মতো সমাপ্ত।
(আমি আমার দূর্গাপূজা দেখার অনুভূতিটা জানালাম। দয়া করে কেউ কোন ধর্ম নিয়ে খারাপ কথা বলবেন না, বললে সাথে সাথেই কমেন্ট মুছে ফেলা হবে।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




