সন্ত্রস্ত পালক ভিজে গ্যাছে জলে
সাইকাডেলিক বিবর তুমি
আসোনি স্বপ্নে ।
হাতলে সুগন্ধি সুবাতাস
কাঠামোজুড়ে দরোজার,
মোরাম ঢেকে গ্যাছে গতস্য পললে ।
একটা একটা করে
ঝরে গ্যাছে পল্লবপত্রের হেলিক্স
শীতার্ত চুম্বন
ছুঁয়ে গ্যালো বয়ঃসন্ধি যখন......
অর্থাৎ আবার আমি অতৃপ্ত অ্যালবাট্রস ।
জৈব-জননে স্বত্বা পেয়েছি, বুভুক্ষু পিয়াস
পেয়েছি অন্বেষণের, চরাচর ব্যেপে ।
অষ্টাদশী বুকের উপত্যকায়
একুশ বসন্তের মশাল জ্বেলে খুঁজেছি যৌবন,
মঙ্গলদ্বীপ জ্বেলে আরও অতলে
নেমেছি
ভাঙ্গা নোলক খুঁজতে,
ঘোমটার আড়ালের লুসিফার ।
আবডালে পাপ থাকে
সত্য সুমুখে, ভেনেসিয়ান ব্লাইন্ড সরিয়ে
সুচতুরা চোখ মেলে একবার তাকাও –
বৈরী বাতাস জানি
নিশ্চিত ওড়াবে বিভেদ-মসলিন ।
একপাশে ইউফ্রেটিস
পলল তুলে কি ভাঙ্গেনি সাম্রাজ্য
অন্যপাশে ?
সর্বস্বত্ত সংরক্ষনঃ সেরিব্রাল ক্যাকটাস ।।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



