পিচ্ছিল রক্তের দাগ
যা কিছু ছিল চাদরে-হৃদয়ে
আমি তার সকল’ই ধুয়ে নিয়েছি ।
ধবল জ্যোৎস্নার মতন ধবধবে কৌমার্য
এখন বিগত বিলাসের রাজসাক্ষী ,
রেখে গেছে পথের পাশে কালের কদর্য পদচিহ্ন
যেন রঙচটা ছত্রাকময় ইলাস্ট্রেসন-
পাপের পিচ্ছিল আঁকিবুঁকি ।
এভাবেই ধুয়ে মুছে
বারবার ও পুনর্বার
বৈধব্যের জমিনে লাগে রঙের ছোঁয়া
রক্তাক্ত কোনও ঈজেল জুড়ে......
সুরের শেষ অনুনাদের মতোন
হে বিগত বিরহেরা -
থেকেও নেই, না থেকেও আছো
স্রাবের ধূসর স্রোতধারায়
আর অস্পষ্ট স্মৃতিময়তায় ।
নির্দিষ্ট সঙ্গীত যেমন সুনির্দিষ্ট স্মৃতিকে
তুলে আনে অতল হতে,
আমিও অনুরূপ নির্দেশিকায়
রক্তবাহিকার প্রতিটি পরতে খুঁজে পাই নিত্য বিভঙ্গ ।
যদিচ
পাপের দায় জানি
ক্রমশঃ
পাপেই হয় ক্ষয়......
যখন
নতুন দিকচিহ্নেরা
বুনবে বিভ্রান্তির তন্তুজাল
বিস্মৃতির বেড়াজাল জুড়ে
সর্বস্বত্ত সংরক্ষনঃ সেরিব্রাল ক্যাকটাস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



