প্রথমত রাসুল (স; )এর জন্মদিন ১২ রবিউল আউয়াল কিনা এ নিয়ে মতভেদ আছে। সমকালিন গবেষনায় দেখা গেছে ৯ তারিখ হওয়ার সন্ভাবনা বেশি।
২য়ত: ঈদ এ মিলাদুন্নবি আমরা কি হিসেবে পালন করি?
যদি ইবাদত হিসেবে পালন করা হয়, তাহলে তা হবে ইসলাম বহির্ভূত কাজ, যার মাধ্যমে সওয়াব তো দুরের কথা বরং গুনাহ হবে। কারণ এটা ইবাদত হওয়ার কোন দলিল কোরআন হাদিসে নাই, কোন সাহাবি বা তাবেঈ বা ঈমাম তা করেন নাই , করতে বলেন ও নাই।
আর কওন কাজ ইবাদত হিসেবে গণ্য হওয়ার জন্য এর দলিল থাকা আবশ্যক। আর ইসলামের দলিল হল কোরআন ও হাদিস। উর্দু ফার্সির মোটা মোটা যা কোন বই না।
*আর যদি মিলাদুন্নবি আমরা সাধারণ দিবস হিসেবে পালন করি, ইবাদতের উদ্দেশে না করি, তাহলেও তা বৈধ হবে না কারণ ১-ইসলামে রাসুল বা কারো জন্মদিন পালণের বৈধতা নেই। ২- এটা বিধর্মিদের সাথে সাদ্র্রস্য হয়, যা থেকে রাসুল (সা নিষেদ করেছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




