এখানে অনেক মানুষের ভির, তুব তারই মাঝে ঐ একা চলা মাণুষটাকে দেখে
অনেকে বলেছিল অহঙ্কারী মানুষটা একা যেতে চায় ঐদ্ধত্যের বশে
আমরা দলবদ্ধ, ওর ঐ একা একা চলা অহঙ্কারের প্রকাশ
যেতে চাও যাও, কিন্তু এক সময় আমাদের দলেই এসে ভিরতে হবে তখন
তোমায় দেখে নেবো, ভেঙেচুরে দেব তোমার দম্ভের শিরদাড়া।
আমাদের হ্যাঁ তে হ্যাঁ আর না তে না মেলাতেই হবে একদিন
সেদিন তোমার প্রতি যত ক্ষোভ সব উগরে দিয়ে তোমায় উলঙ্গ করে
মজা দেখবো একসাথে দলগত ভাবে।
অহঙ্কারী মানুষটা বলেছিল তোমাদের দলে ভিরতে পারি
নিজে না মানলেও তোমাদের মতন করে গলা ফাটাতে পারি তোমাদের মতে
কিন্তু শেষ বেলায় আমাদের একসাথে যাওয়া হবে তো ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




