এ মন উম্মাদ ক্ষিপ্ত-রিক্ত পথচলায় নেই কোন আনন্দ
অথচ এমন শত উৎসাহে রচে সদা তন্ময় বসন্ত
আমি আশ্বাস, সুরেরই নিঃশ্বাস, শুনেছি যখন তোমায় চুমি
তবু্ও ভাবিনি তোমায় নিষ্ঠা-মূর্তি, তুমি মুগ্ধ নিমিষে ছবি।
মোর ঘরের প্রদীপ জ্বেলে আসে বাস্তুহারা শত কান্না
প্রতিটি সন্ধ্যায় একা একা বসে ভাবি বিথোফেন-শংকর আর না।
অথচ কি আনন্দ! কি ভয়াবহ আনন্দ!!
মদিরা চালে দেখ নরনারী চলে, কামনা-বাসনা দূরন্ত
অথচ, এই পথচলা, দূর্বহ এই যন্ত্রনা
লক্ষ রক্ত-চোখ নীলিমা চিরে খোঁজে আশা, হায় আশা!
ভালোবাসা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





