পিলখানার ঘটনার পর অত্যন্ত অবাক হয়ে এবং প্রচন্ড মনোকষ্টের সাথে যে বিষয়গুলি লক্ষ্য করলাম তা সবাইকে জানাতে ইচ্ছা করছে। ঘটনার তীব্রতা কমে আসার পর বিবেকহীন কিছু লোক স্বরূপে ফিরেছে। ২৫ তারিখ টিভি মিডিয়া বে-আক্কেল এর মতন কাজ করলো, আর তারপর এই সব মানুষ গুলি blog, status, notes এ যা লিখছে, পড়লেই বুঝা যাচ্ছে এর কোনোটা ভারতপন্থী, কোনোটা পাকিস্তানপন্থী, কোনোটা আওয়ামী পন্থী, কোনোটা বিএনপি পন্থী, কোনোটা জামাতপন্থী, কোনোটা আবার এমন কি বি ডি আর পন্থী। এইরকম একটা সময়ে আমরা 'এক' থাকতে পারবো না কেনো? দেখা যাচ্ছে সবাই সব কিছ জানে, কে কি ঘটনা ঘটিয়েছে। একজন তার এক ক্ষুব্ধ army সদস্য বন্ধুর সাথে ফোনালাপ তুলে দিয়েছে, যে বন্ধুটি army chief, কিছু রাজনীতিক এবং BDR এর উপর বিরক্ত, অনেক টাকা পয়সার হিসাব ও দিয়েছে, কার সাথে কি লেন-দেন হয়েছে সব সে জানে। এতো কিছুই যদি জানে তাহলে জায়গা মতন গিয়ে বলার সাহস নাই কেন? নিজের ভুমিকা ঠিক মত পালন করতে না পারলে অন্যদের উপর ক্ষোভ ঝাড়া কাপুরুষতা। বিশেষ করে army'র একজন ক্যাপ্টেন এই ঘটনার পিছনের এতো কিছু জেনে চুপচাপ বসে থাকবে এটা কি বিশ্বাসযোগ্য/গ্রহনযোগ্য? এখন কতো ফোন নাম্বার, কতো সেল এটা সেটা কতো কিছু। এটা তো আর দশটা সাধারন ঘটনা না। আরেকটা পড়লাম এক BDR সদস্যের সাথে আলাপের কথা, সে ও যার যার উপর বিরক্ত তাদের উপর ঝাল ঝেড়েছে। কেউ কেউ আবার তদন্ত report এ কি থাকবে তা ও দিয়ে দিচ্ছে। কেউ কি জীবনে এতো ভয়াবহ ঘটনার সম্মুখীন হয়েছে? তাহলে এইরকম 'oversmart' attitude কি ক্ষতিকর না? কিছু মানুষ আবার, বছরের পর বছর ধরে দেশের বাইরে, অথচ লেখা পড়ে দেখা যাচ্ছে সব জানে। এই সমস্ত superficial লেখা, কথোপকথন, mail এর মাধ্যমে যারা শুধুমাত্র নিজের ধারনা/বিশ্বাস spread করার চেষ্টা করছে, তাদের সাথে সুবিধাবাদী রাজনীতিক/মিডিয়ার পার্থক্য কোথায়? আমি বিশ্বাস করি এটা খুব ক্ষতিকর। সব চেয়ে ভন্ডামি লাগে প্রবাসী এইসব দেশপ্রেমিক দের কাজকর্ম। ২ দিন ধরে গুলি, বোমার শব্দের মধ্যে নিরস্ত্র, সাধারন মানুষের বসবাস, নিজের ঘর ছেড়ে চলে যেতে বাধ্য হওয়া, এসব যাদের জীবনে এসেছে তাদের কিন্তু এসব ভন্ডামি করার কোন কারন/অবস্থা নাই। ভন্ডগুলা সব বিপদ থেকে দূরে থেকে এখন সবজান্তা হয়েছে। কোথায় যেন পড়েছিলাম, যে জাতি যেমন নেতা deserve করে, সে জাতি তেমন নেতা ই পায়। এখন অক্ষরে অক্ষরে সত্য মনে হচ্ছে। ঘটনার দ্বারা যারা কোনো ভাবেই affected না তারা মহা আনন্দে এই সব করছে। হয়তো কোন লাভ হবে না, কিন্তু নিজের মনের শান্তির জন্য আমার একটা কথাঃ
দয়া করে নিজে যা বিশ্বাস করেন/ধারনা অথবা ক্ষুব্ধ কার সাথে কথোপকথন অথবা প্রমান ছাড়া একটা mail পেলেন এগুলি ছড়াবেন না। কারন চিন্তা করার ক্ষমতা অনেকের ই নেই, তথাকথিত শিক্ষিত অনেকের ও নেই। আপনি হয়ত ভালো মনে করে ছড়াচ্ছেন, কিন্তু এই দেশে এমন মানুষের সংখ্যা ই বেশি, যারা না বুঝে ওই দিন BDR Gate এর ওখানে BDR সদস্য দের হয়ে মিছিল করেছিলো। যারা বেচে গেছে তাদের জন্য আমি খুশি, অনেকে ওই দিন চাল-ডাল-তেল-লবন-সিগারেট কিনে কার্ফ্যু এর জন্য রেডী ছিলো, তা না হওয়াতে আমি স্বস্তি পেয়েছি। দয়া করে মন থেকে, সেই দিনের ভয়াবহতা বুঝার চেষ্টা করেন, ভালো কিছু করতে না পারলে চুপ চাপ থাকেন, কিন্তু গুজব/বিশ্বাস/ধারনা/ক্ষুব্ধ মন্তব্য/প্রমানহীন কথা বার্তা ছড়ায়েন না। সত্যিকারের কিছু জানলে জায়গা মত গিয়ে জানান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




