
"শব্দ শব্দ লাগবে শব্দ ! " , বাইরে ফেরিওয়ালার হাঁক।
" কয় টাকা করে একটা শব্দ ? " , লেখকের প্রশ্ন।
" দশ ট্যাকা প্রতি পিছ "
"ধুর বেশি বলছো কেন ? সেদিনই একজনের কাছ থেকে ৮ টাকা পার পিছ নিলাম "
"তা নিতে পারেন বাবু। তবে আমার এ শব্দ অন্য রকম। লেখার জেল্লা হাজারগুণ বাড়িয়ে দেয় "
"তাই নাকি ! কয়েকটা না শুনে তো নেওয়া যায় না। শোনাও দেখি তোমার শব্দ "
"অরুণিমা, নিরাক,আলোচ্ছটা,অবনি,অম্বর,ডুগডুগি,জোয়াল,ইঁদারা,খড়ম.... "
" বাহ ! নতুনত্ব আছে দেখছি .. "
"নিবেন তাহলে? আচ্ছা ৯ ট্যাকা করে দিয়েন। তবে বেশি নিতে হবে কিন্তু ! "
"ঠিক আছে, ৬ কেজি দাও "
"এই নিন বাবু "
অতঃপর ৬ কেজি শব্দ কাগজে ঢেলে শুরু হলো অনিন্দ্যর লেখা......
*ফেরিওয়ালার বিক্রিত শব্দগুলো বর্তমানে বিলুপ্ত প্রায়
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৯ দুপুর ১২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




