পানির জন্য আমাদেরকে ভারতের উপর নির্ভরশীল করেছে প্রকৃতি; আর টিকার মতো জিনিষের জন্য ভারতের উপর নির্ভরশীল করেছে আমাদের জ্ঞানবুদ্ধিহীন সরকার ও তার প্রশাসন। শেখ হাসিনার সরকার বর্তমান বিশ্বের তুলনায় একটা সামন্তবাদী, কিংবা কলোনিয়েল সরকারের পর্যায়ে পড়ে; উনার প্রশাসনে কাজ করেন দেশের তথাকথিত "সেরা মেধাবীরা ( ভেঁ-সিএস )"; সরকার ও তার প্রশাসন টিকার জন্য খুঁজে পেয়েছে ভারতকে। বাংলাদেশের মানুষ কোন কারণে, কোন কিছুর জন্য ভারতকে বিশ্বাস করেন? মানুষ যাদের বিশ্বাস করে না, মহামারীকালে তাদের থেকে মানুষ বাঁচানোর টিকা কিনতে যাওয়া কি উচিত? আমার মনে হয়, ভারত ফ্রি দিলেও টিকার মত জিনিষ ভারত থেকে নেয়া উচিত নয়।
ভারতের উপর আরো কিছু দেশ নির্ভরশীল; এসব দেশের সরকারগুলোতে অবশ্যই সমস্যা আছে। ভারত টেকনোলোজিক্যালী বেশ সামনে গেছে, কিন্তু ওদের মনমানসিকতা বাংলাদেশের মানুষ থেকে অনেক পেছনে। মহামারীর সময়, এসব জাতির উপর নির্ভরশীল হওয়া নির্বুদ্ধিতার চরম প্রকাশ। ভারত কি করবে, ভারতের মানুষও জানে না; বাংলাদেশের মানুষ ভারতের উপর কখনো আস্হাশীল ছিলো?
ইউরোপ আমেরিকার টিকা কোম্পানীগুলো থেকে টিকা পেতে চুক্তি করার জন্য বেশ দেরী হয়ে গেছে; কিন্তু তারপরও সরকারের উচিত ইউরোপ বা আমেরিকায় এষ্ট্রোজেনিকার টিকা উৎপাদন করে আনার চেষ্টা করা। সরকার টিকার জন্য টাকা ব্যয় করতে চাচ্ছে না, সেটা বুঝা যাচ্ছে; কিন্তু মহামারিতে নাগরিকদের টাকা নাগরিকদের জন্য ব্যয় না করা, বড় ধরণের অপরাধ।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:১০