
বাংলাদেশে যদি কমপক্ষে ১৬ কোটী মানুষকে টিকা দেয়ার দরকার হয়, এখন অবধি ১ ডোজও পাননি, তাঁদের সংখ্যা ১৩ কোটী ৭৫ লাখের মতো হবে; আমেরিকায় ১ ডোজও পাননি এমন মানুষের সংখ্যা ১২ কোটী ৪ লাখের মতো। বাংলাদেশ বলছে যে, গতকাল সংক্রমণের ২ হাজারের নীচে, আর আমেরিকার সংক্রমণ হচ্ছে ১ লাখ ৮৫ হাজার; বাংলাদেশে গতকাল মৃতের সংখ্যা ৬৪ জন, আমরিকায় ১৫৮৩ জন।
এই ২ দেশে প্রথম ডোজ যারা পায়নি , তাদের সংখ্যা মোটামুটি কাছাকাছি; কিন্তু সংক্রমণ ও মৃত্যুর হার আকাশ পাতাল পার্থক্য, ইহা লজিক্যাল নয়। বাংলাদেশে সংক্রমণ কি আসলে কমেছে, নাকি মানুষ ইহাকে আর সমস্যা হিসেবে নিচ্ছে না?
আমেরিকায় ২৮ কোটীকে বা তার থেকে বেশী মানুষকে টিকা দিতে হবে, বাংলাদেশে দিতে হবে ১৬ কোটীকে। আমেরিকায় আজ অবধি ৪ কোটী ৭ লাখ মানুষের করোনা হয়েছে, বাংলাদেশে হয়েছে ১ কোটী ৫১লাখ মানুষের; বাংলাদেশের বেলায় ইহাও লজিক্যাল বলে মনে হয় না; বাংলাদেশের শতকরা ২০ ভাগমানুষের করোনা হয়ে থাকলে ৩ কোটী ২৫ লাখের বেশী মানুষের করোনা হয়ে গেছে ইতিমধ্যেই।
গতকাল চট্টগ্রামের গ্রাম থেকে এসেছেন এমন একজন শিক্ষিত মানুষ বললেন যে, চট্টগ্রামে সংক্রমণ কমেছে; উনার সাথে কথা বলে মনে হলো যে, উনি কোন রকম সায়েন্টিফিক ডাটা ইত্যাদি বুঝেন না, নিজের পর্যবেক্ষণ ও অনুমান থেকে বলছেন। ঢাকাতে কি অবস্হা, সংক্রমণ কমেছে, নাকি মানুষ ইহাকে মেনে নিয়েছেন, ইহা নিয়ে আর মাথা ঘামাচ্ছেন না? বাংলাদেশের করোনা নিয়ে ব্লগে পোষ্ট আসা মোটামুটি বন্ধ হয়ে গেছে; ফলে, মিডিয়ার ডাটা দেখছি,, যা কোনভাবেই সঠিক ডাটা হতে পারে না।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



