
সামু ব্লগে কমেন্টের রাজা আছেন অনেকেই; এঁদের মাঝে বড় রাজা হলেন, ব্লগার নীল আকাশ; উনি একবার ১ পোষ্টে একটা কমেন্ট করেছিলেন, উহা প্রিন্ট করলে ১২/১৩ পৃষ্ঠা মতো হওয়ার কথা ছিলো। বড় কথা হলো, যাঁর পোষ্টে এই কমেন্ট করা হয়েছিলো, তিনি জানিয়ে ছিলেন যে, এই কমেন্টটাকে উনি বাঁধাই করে রাখবেন। বাঁধাই করেছিলেন কিনা, তিনি তা জানানি ব্লগে; তবে, তিনি ক্রমেই ব্লগিং কমিয়ে দিয়েছেন। উনার (কমেন্ট পাওয়া ব্লগার ) ব্লগিং কমিয়ে যাওয়ার কারণ হিসেবে, ব্লগার নীল আকাশ আমেকেই দায়ী করেছিলেন আকারে ইংগিতে; কিন্তু আমার মনে হয়েছে যে, ঐ বড় কমেন্টের মাঝে এমন কিছু একটা ছিলো, যা আসলে ব্লগিং কমানোর কারণ হয়েছে।
আমি সেই পোষ্টে, সেই কমেন্ট নিয়ে কিছু বলিনি, পরে এই কমেন্টের সমালোচনা করেছি অনেকবার; আমি সমালোচনা করেছি এইজন্য যে, সেই কমেন্টে যা বলা হয়েছিলো, উহা অবশ্যই ৩/৪ বাক্যেই বলা সম্ভব ছিলো। সেই কমেন্টে ব্লগার নীল আকাশ তাঁর ভাবনাকে সাজিয়ে গুজিয়ে প্রকাশ করতে না পারায়, একই কথাকে বারবার বিবিধভাবে প্রকাশ করায়, কমেন্টটা বেলুনের মতো ফুলে উঠেছিলো।
কিছু ব্লগার যা লেখেন উহা বেলুনের মতো ফুলতে থাকে; বেলুনের ভেতরে বস্তু কিন্তু একটাই থাকে, উহা বাতাস; যত ইচ্ছা ফুঁ দিন, উহা বড় হতে থাকবে; কিন্তু যা দিচ্ছেন, উহা বাতাস, অন্য কিছু নয়।
লেখা ও কমেন্ট হতে হবে মেদমুক্ত; গল্প, উপন্যাস, কবিতা, সাধারণ পোষ্ট, কমেন্ট, সবই হতে হবে মেদমুক্ত; চেষ্টা করতে হবে, লেখায় কোন কিছু যেন বিবিধভাবে রিপিট না হয়; একই কথা বারবার বললে, উহা বিরক্তিকর শোনায়, পাঠক বিরক্ত হয়ে যাওয়ার কথা।
আমি সাহিত্যিক নই, বড় পাঠকও নই, পড়ার অভ্যাস কম; কোন লেখা, কোন বই যদি আকারে বড় হয়, আমি উহাকে ভয় পাই। ব্লগে অনেকেই লেখেন, তাঁরা বইয়ের পোকা ছিলেন, বা আছেন; ইহা নিশ্চয়ই ভালো গুণ, কিন্তু এই গুণ আমার ছিলো না কোনকালে। গ্রামের স্কুলে পড়েছি, টেক্সট বই পড়েছি, পরীক্ষা দিয়েছি। শহরে ১১ ক্লাশে ভর্তি হওয়ার পর শুনলাম যে, একই সাবজেক্টের উপর বিবিধ লেখকের বই আছে, দেখে শুনে কিনতে হবে; এবং বিবিধ লেখকের বই পড়তেও হবে। তখনকার দিনে টেক্সট বই কিনতেই পরিবারগুলোর নাভিশ্বাস উঠতো; ১ সাবজেক্টে বিবিধ লেখকের বই কেনাটা মোটামুটি ব্যয়বহুল ছিলো; তবে, আমি বই কিনতে আকারে ছোট দেখে কিনতাম।
আমি বড় লেখা, বড় বই পছন্দ করি না, এবং বড় কমেনট করতেও পছন্দ করি না। আজকাল নীল আকাশকে ব্লগে খুব একটা দেখি না; তবে, ব্লগে উনার অনেক সাগরেদ আছেন, তাঁরা নীল আকাশের কমেন্টর ধারাবাহিকতা চালু রেখেছেন, এঁদের কমেন্টগুলো অনেক সময় মুল লেখার চেয়েও বড় হয়ে যায়।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



