টেলিফোনে কথা হচ্ছিলো আমার এক বন্ধুর সাথে। কথা প্রসংগে তার সদ্য মাষ্টার্স করা বোনের কথা উঠলো। বন্ধু খুব আক্ষেপ করছিলো, গায়ের রং একটু কালো বলে নাকি তেমন কোন ভালো পাত্র পাওয়া যাচ্ছে না। আর যাও পাওয়া যায় দাবী-দাওয়া (মানে যৌতুক) অনেক। ইদানিং কেউ আর দাবী-দাওয়া বা যৌতুক বলেনা। বরং, ছেলে পক্ষের মুরুব্বিরা পাত্রী পক্ষের সাথে আলোচনা করেন , ছেলেকে বিয়ের সময় কি কি গিফট দেয়া হবে, কয় ভরি স্বর্ণের গহনা দেয়া হবে এই সব নিয়ে। মেয়ের গায়ের রং এখানে একটা বড় ফ্যাক্টর হিসাবে কাজ করে।
আমার বউ আমাদের এই কথোপকথন শুনে মিটিমিটি হাসে আর বলে- সবাই তোমাদের মত বোকা না!!! প্রায় সব ছেলেরাই সুকৌশলে এই সব দেয়া-নেয়া আর গায়ের রং এর ব্যাপার গুলো তাদের অভিভাবকদের উপর চাপিয়ে দেয়। অভিভাবকদের খুশী করার জন্য, তাদের এই সব তথাকথিত সামাজিক ঐতিহ্য রক্ষার নাম করে, ছেলেরা এই সব দেখেও না দেখার ভান করে।
আমি যতটা অবাক হলাম, তারচেয়েও বেশী হতাশ হলাম । এই ২০১০ সালে এসেও আমরা ছেলেরা বিয়ে করি যৌতুক নিয়ে। আমাদের বোনদের বিয়ে হয় না গায়ের রং কালো বলে। আমরা তাহলে আর কি শিক্ষিত হলাম!!!!
সুতরাং, ছেলে-মেয়ের বাহ্যিক সৌন্দর্য নয়, মনের সৌন্দর্যই হোক স্যাটেল্ড ম্যারেজের পূর্বশর্ত। নাহলে, এই সব আমাদের এইসব শিক্ষা-দীক্ষা সার্টিফিকেট ভিত্তিক কাগুজে শিক্ষা হয়েই থাকবে, এর বেশী কিছু নয়।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




