গোছালো স্বভাবের মানুষদের জীবন দেখতে খানিকটা একঘেয়ে মনে হলেও তারাই নাকি বেশি দিন বেঁচে থাকবে। সম্প্রতি একটি আনর্-জাতিক গবেষণা দল এমনটা জানালো। গবেষণায় দেখা গেছে উচ্চাভিলাষী, গোছালো এবং জীবন সম্বন্ধে সচেতন মানুষরা ছন্নছাড়াদের তুলনায় বেশি আয়ু পায়।
গবেষকদের প্রধান প্রফেসর হাওয়ার্ড ফ্রিডম্যান জানান, ‘গোছালো মানুষ ধূমপান কিংবা অ্যালকোহল থেকে বিরত থাকার চেষ্টা করে’। শুধু তাই নয়, চাকরি ও সাংসারিক জীবনও হয় ঝামেলামুক্ত। যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, জার্মানি, নরওয়ে ও সুইডেনের ৮৯০০ ব্যক্তির উপর এ গবেষণা চালানো হয়েছে।
সূত্রঃ টাইমস অফ ইন্ডিয়া

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




