ঈদগাঁওতে ২ সন্তানের জননী এক মহিলা পরকিয়া প্রেমিকের হাত ধরে গোপনে পালিয়ে যাওয়ার সময় সহযোগী সহ ৩ জনই বেরশিক ঈদগাঁও পুলিশের হাতে আটক হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনায় জড়িতদের গত শুক্রবার দিবাগত রাতে ঈদগাঁও ইউনিয়নের কলেজ গেইট এলাকার এক ভাড়া বাসা থেকে আটক করা হয়। সূত্রে প্রকাশ, চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের সাহ সুজা পাড়া গ্রামের মাইক্রো চালক আমান উল্লাহ ও তার স্ত্রী নাজমা আক্তার (২৫) তার দুই সন্তান সহ সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাই বাড়ী এলাকার এক কলোনীতে ভাড়াটিয়া হিসেবে সংসার করে আসছিল। স্বামী গাড়ি চালানোর অনুপস্থিতির সুযোগে স্ত্রী নাজমা ঈদগাঁও-ঈদগড় সড়কের জীপ চালক রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের সুয়ারীকাটা গ্রামের বাদশা মিয়ার পুত্র আজিজুল হক(২৮) এর সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে । তাদের দীর্ঘ দিনের সর্ম্পককে সফল করতে গত শুক্রবার দিবাগত রাতে স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী নাজমা প্রেমিকের হাত ধরে ঘর থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষন পর স্বামী আমান উল্লাহ বাসায় ফেরার পথে প্রথিমধ্যে এক ব্যক্তি তার স্ত্রী অন্ধকারে এক যুবকের রিক্সা যোগে ঈদগাঁও বাস ষ্টেশনের দিকে চলে যাচ্ছে বলে জানান। সে দ্রুত তাদের পিছু নেয় এর গোপন সংবাদে জানতে পারে তারা এক বাসায় অবস্থান করছে। এ ঘটনা পুলিশকে জানালে এস আই আনোয়ারের নেতৃত্বে একদল পুলিশ উক্ত বাসা থেকে তাদের আটক করে। এ সময় পুলিশ বাসার ভাড়াটিয়া ঈদগাহ্-রামু সড়কের জীপ চালক উখিয়া জালিয়া পালং এলাকার হাজী গুরা মিয়ার পুত্র আকতার আহমদ (২৫) কে ও আটক করে। মহিলার স্বামী আমান উল্লাহ জানান তাদের পরিবারে ২ সন্তান রয়েছে এবং ধৃত আজিজুল তার স্ত্রীকে অবিবাহিত যুবক পরিচয় দিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে জানান। অপর ধৃত আকতার জানান চালক হওয়ার পরিচয়ের সুবাদে গভির রাতে তারা হাত জোড় করে এক রাতের জন্য আমার বাসায় আশ্রয় চান এতে আমি তাদের স্থান দিই। মূলত এ ঘটনায় আমি জড়িত নই। রিপোট লিখা পর্যন্ত আটককৃতদের মধ্যে প্রেমিকা ও সহযোগিকে ছেড়ে দেয়া হয়েছে এবং প্রেমিক পুলিশের হেফাজতে রয়েছে।
সূত্রঃ
Click This Link
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১০ ভোর ৬:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




