দরকারি তথ্য-বিনোদন সম্ভার নিয়ে যাত্রা শুরু করেছে নতুন ওয়েব ডোমেইন কোথায় ডট কম. কেনাবেচা, নিকটবর্তী এটিএম বুথ কিংবা নগর ভিত্তিক আবাসন সুবিধা- এমন কোনো তথ্য ও লোকেশন নেই যা এ ওয়েবসাইটে খুঁজে পাওয়া যাবে না। এতে যোগ করা যাবে বিভিন্ন লোকেশন, পোস্ট করা যাবে হরেক রকম বিজ্ঞাপন, ব্লগ লেখা যাবে বাংলা-ইংরেজি, দু’ভাষাতেই। চাইলে সবার সাথে এটি শেয়ার করে অর্জন করা যাবে পয়েন্ট । পরে তা ব্যবহার করে বিনামূল্যে পোস্ট করা যাবে বিজ্ঞাপন ।
কোথায় ডট কমের ব্যবহারকারীরা চাইলে যোকোন লোকেশন সংযুক্ত করতে পারবেন ম্যাপে। তবে সেটি সঠিক কিনা তা অবশ্যই যাচাই করে নিবে কোথায় টিম। এরপরই এটি আপডেট করা হবে। ম্যাপ ভিত্তিক একমাত্র এ ওয়েবসাইটটি ইন্টারনেট ব্যবহারকারীদেও এমন ই সব অভিনব সেবা নিয়ে হাজির হয়েছে। এটি এখন দেখা যাচ্ছে ইন্টারনেটে।
কোথায় ডট কম এমন একটি ওয়েব সাইট যেটি ব্যবহার করে যে কোনো তথ্য সহজে খুঁজে পাওয়া যাবে। প্রতিদিনকার জীবনে ব্যবহার উপযোগী বিভিন্ন তথ্য যেমন ম্যাপ এ হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, ব্যাংক-বীমা, এটিএম বুথ, লাইব্রেরী ইত্যাদি সহ সব কিছুর লোকেশন খুঁজে পাওয়া যাবে, আর টিউশনি,ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন তথ্য এখানে সহজে পাওয়া যাবে।
কেউ যদি কোনো বিষয়ে জানতে চান তাহলে ওই বিষযে লিখে গুগলে সার্চ করলেই তথ্যটি কোথায় ডট কমের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। কোথায় ডট কম এর রয়েছে নিজস্ব সার্চ করার সুবিধা । যেমন কারো এ মুহুর্তে মিরপুরে কোনো একটি ব্যাংকের এটিএম বুথের লোকেশন জানা দরকার। তিনি তা লিখে সার্চ দিলেই লোকেশন ম্যাপসহ পেয়ে যাবেন। মোবাইলফোন, ল্যাপটপ কিংবা কম্পিউটার যে কোনো মাধ্যম থেকে ইন্টারনেট ব্যবহার করে কোথায় ডট কমে ঢোকা যাবে।
কোথায় ডট কমের পক্ষ থেকে জানানো হয়েছে, লগিং করে লোকেশন ডিটেক্টিং অপশনকে ‘এলাউ’ করে যে কোনো লোকেশন সম্পর্কে সহজে জানার এ ওয়েব সাইটে নিবন্ধন করলেই পাওয়া যাবে ১০০ পয়েন্ট। এরপর ব্যবহারকারীর প্রোফাইল কেউ লাইক দিলে যোগ হতে থাকবে নতুন পয়েন্ট। এ সব পয়েন্ট ব্যবহার করে নিজের বা ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচার করতে পারবেন ব্যবহারকারীরা। শুধু তাই নয়, পয়েন্ট শেষ হয়ে গেলে প্রয়োজন মত অ্যাকাউন্ট রিচার্জ কওে নেওয়া যাবে নিমিষেই। রিচার্জ করা যাবে ১০ টাকা, ২০ টাকা এবং ৫০ টাকা মূল্যের কার্ড দিয়ে। এছাড়াও বিকাশ ব্যবহার করেও কেনা যাবে পয়েন্ট ।
Kothay.com

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




