এইটা এই মাত্র লিখে শেষ করলাম।
জলপ্রপাত
কালোকাঁচঘেরা গাড়ির ভেতরের চোখগুলোর জন্য অবিনোদনীয় দৃশ্য
তাপে, গ্যাসে, ধুলায়, দেনায় মবিলাকার মূখগুলো-
হররোজ একজোড়া কানে শোনে সভ্যতার গল্গ কাব্যে, গল্পে, কথোপকথনে।
সমৃদ্ধি না ছাই ! বিত্ত না কচু !!
ক্যানাবিসের মাদকতায় কল্প প্রলাপ ফুটে
ঠান্ডায় জমে যাওয়া জলপ্রপাত-
যেখানে প্রকৃতির ফ্রিজে তরতাজা হয় প্রাণহীন জীবকূল,
চলো জমে যাই ওদের সাথে,
শতভাগ পুষ্টি নিশ্চয়তা পাবে হীমাদ্রে।
শীততাপের গুল্লি মারি।
নির্ঝঞ্ঝাট।
এখানে, দিন দুপুরে, খামোকাই বিজ্ঞান, হিসাব আর কর্পোরেটের সঙ,
রাত আসে বোতল ভরতি, নির্জলা কাব্য নিয়ে, নির্ঝঞ্ঝাট।
গোলাপী মদের ঝানু কব্জায় সম্মোহীত পরিব্রাজক, কয়েকজন
পাহাড়ী মেষ শাবকের অফুরান উদ্যমে নায়াগ্রার পানে উড়াল দেই
শুভ্রভূমির গাছের হলদেলাল শাখাগুলোতে বিভ্রান্ত হই ,
নেমে যাই গভীরতম খাঁদে।
গতানুগতিক।
পিছলা কালচে শরীরগুলোর দাহছাপ সরিয়ে নেয়
তপতপ জলপ্রপাতের তলায়, জল। টলটলে।
--------------------------------------------
এই লেখাটা ক্লাসরুমে বসে লেখা, বছর তিনেক আগের।যখন আগের লেখাগুলো পড়ি, নিজেও বিশ্বাস করতে পারি না, এটা আমার লেখা। যতই পড়ছি ততই মুগ্ধ হচ্ছি !!!!!! Don't mind it. i'm not like this for all the writing.
লেখাটার কোন শিরোনাম ছিলনা। ইন ফ্যাক্ট এটাও ভূলে গেছি যে, এটা কি রকম মুড নিয়ে লিখেছিলাম-প্রেমের কবিতা কিনা। যেহেতু প্রেক্ষাপট মনে নেই, এখন শিরোনাম দিলে কবিতাটি প্রাণ হারাতে পারে।
গোলাপ।
না, পদ্ম।
একটি গোলাপ,
পাঁচটি পদ্ম।
গান।
নাহ, কাব্য।
অসংখ্য গান,
একটি কাব্য।
সতেরোটি প্রত্যাশা
একটি প্রাপ্তি।
অসংখ্য শুরু
একটি সমাপ্তি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




