প্রলয়োল্লাসঃ
আহা কী আনন্দ আকাশে বাতাসে!!!!!! আমি নিশ্চিত, আজকে আমার মত আনন্দিত কেউ সামুতে নাই.......হুররররররররররে...ইয়াহুহুহুহুহুহুহুহুহুহ.......................!!!!!!
কারন- আমি আজকে সেফ ব্লগার হয়েছি। আরেকটা কারন- আজকে লেভেল৩, সেমিস্টার২ এর রেজাল্ট হওয়ার কথা ছিল........কিন্তু......হয়নি
এ উপলক্ষে ব্লগের সবাইকে মিষ্টি খাওয়ানোর ইচ্ছা ছিল।
আফসোস বাড়িয়ে লাভ কী !! তাই একটা কবিতা নিয়েই হাজির হলাম।
সবাইকে বলছি- কবিতা পছন্দ না হলে মাইনাস দিবেন না। বুঝতেই পারছেন- এক ধরনের ইমোশন কাজ করছে
দাবীঃ
পরপর কয়েকটি ঢিল এসে পড়ে, বুলেটের বেগ নিয়ে
জানালার কাঁচগুলোয়- ক্ষত বিক্ষত হয়, খসে পড়ে।
দাবি নিয়ে এসেছে অধিকার আদায়ের
সংগ্রামী ছাত্র পরিষদ।
ভিটার নামজারির জন্য ধরনা দেই, ভুমি অফিসের
বাবুদের, প্রয়োজনে ঘুষ দিতে দ্বিধা নেই।
আপন গ্রহের এক টুকরা ভূখন্ডের
দাবী আমি ছাড়তে পারিনা।
রাজকন্যার পেঠে অনাগত সন্তানের পিতৃত্বের
দাবীদার, অভিলাষী পুরূষ, মহোৎসাহে
ডি এন এ টেস্ট করতে আসে।
দাবী - রাজ্যের, পিতৃত্বের।
গৃহযুদ্ধরত দেশে ড্রোন ঘুরপাক খায,
অনাহুত দাবী নিয়ে আসে ভক্ষক
শকুনের মত- পচে যাওয়া
মাংসের দাবী নিয়ে।
শ্রদ্ধাঞ্জলীঃ
আজ আগষ্টের পনেরো তারিখ। শোক দিবস। নাগরিক হিসেবে শোকপালন
আবশ্যক। আমি স্বীকার করছি- কারো বিয়োগের ব্যাথা আমি অনুভব করি না।
আলাদা কিছু না, আমার আজকের ফেসবুক স্ট্যাটাসটা কোওট করলাম--
১৯৭৫, ১৫ আগষ্ট।
বঙ্গবন্ধুর অকাল প্রস্থানে এই বাংলাদেশ, এই নবজাত জাতি যেভাবে আহত হয়েছিল, তা আমি উপলদ্ধি করতে পারিনি,
কারন - আমি অনুজ প্রজন্মের।
কিন্তু আহত দেশটির যন্ত্রণা দেখি প্রতিদিন,
দেখি- কেমন খুড়িয়ে হাঁঠছে !!!, রাস্তায়, সংসদে, ভবনে ভবনে।
বঙ্গবন্ধুর আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি:
আল্লাহ তুমি তাকে জান্নাত দান কর।
তার চেতনা দাও প্রতিটি ”বাংলাদেশী”র অন্তরে।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১১ রাত ২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




